নিউজবাজারদর

Gold Price: আজ ফের দাম বাড়লো সোনার, ১০ গ্রাম বিকোচ্ছে ৬১ হাজারে, জানুন আপনার শহরে দাম কত?

সপ্তাহের তৃতীয় দিনে দাম বেড়েছে হলুদ ধাতুর

Advertisement

আমাদের দেশে নারীদের মন জয় করার অন্যতম গুরুত্বপূর্ণ একটি পন্থা হল তাঁকে সোনার গহনা দেওয়া। কিন্তু মূল্যবৃদ্ধির বাজারে মহামূল্যবান হলুদ ধাতুর দাম যেই হারে বাড়ছে, তাতে এক মধ্যবিত্ত পুরুষের পক্ষে তাঁর প্রিয়তমার জন্য সোনার গহনা কিনে দেওয়া পকেটে ফুটো হওয়ার সমান। বিশেষ করে চলতি মাসে ব্যাপক হারে বাড়ছে সোনার দাম। আজ বুধবার, সপ্তাহের তৃতীয় দিনে দাম বেড়েছে হলুদ ধাতুর। পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দামও। আজ ৬১ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে সোনার দাম। আর এই মূল্যবৃদ্ধির জেরে মাথায় হাত ক্রেতা বিক্রেতা উভয়ের।

আজ ১২ এপ্রিল সোনার দাম বুলিয়ান বাজারে প্রায় ৬১ হাজারের কাছাকাছি। গতকালের তুলনায় সোনার দাম ৩৫৮ টাকা বেড়ে হয়েছে ৬০,৭৪৮ টাকা। এটি হল ২৪ ক্যারেট সোনার মূল্য। এরসাথে দাম বেড়েছে ২২ ক্যারেট সোনারও যা দিয়ে বেশিরভাগ গহনা তৈরি হয়। ২২ ক্যারেট সোনার দাম আজ ৩২৮ টাকা বেড়ে হয়েছে ৫৫,৬৪৫ টাকা। সোনার পাশাপাশি পাল্লা দিয়ে দাম বেড়েছে রুপোরও। আজ রূপো ৯৪৯ টাকা বেড়ে ৭৫,৭৩৬ টাকায় বিক্রি হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, আপনি যদি ঘরে বসে সোনার দাম চেক করতে চান তাহলে একটি ফোন নাম্বারে মিসকল বা মেসেজ করলেই সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। ইন্ডিয়ান বুলিয়ন এন্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে আপনি ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে মিসকল করলে দাম চেক করতে পারবেন। এছাড়া ওই নম্বরে মেসেজ করলেও আপনাকে মেসেজে সমস্ত দাম জানিয়ে দেওয়া হবে।

Related Articles

Back to top button