মুকেশ আম্বানির জিও আসার পর থেকে মোবাইল জগতে এক বিপ্লব ডেকে এনেছিল। বিভিন্ন অফারের মধ্য দিয়ে তারা যেমন তাদের নিজস্ব গ্রাহক ধরে রেখেছে, সেরকম গ্রাহক সংখ্যা ক্রমেই বাড়িয়ে চলেছে।
বর্তমান সময়ে নিজেদের সেরা প্রমান করার জন্য বিভিন্ন নেটওয়ার্ক সংস্থা উঠে পড়ে লেগেছে। কেউ ভালো অফার, কেউ কম দাম, কেউ ভালো নেটওয়ার্কের স্পিড দিচ্ছে নিজেদের বিক্রি বাড়ানোর জন্য।
এতদিন জিও নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্ক যেমন ভোডাফোন, এয়ারটেল এ ফোন করতে গেলে কোনো খরচ লাগতোনা। কিন্তু এবার অন্য পথে হাঁটতে চলেছে আম্বানির জিও।
এবার থেকে মিনিটে ৬ পয়সা করে মাশুল গুনতে হবে যদি কেউ জিও থেকে জিও ছাড়া অন্য নেটওয়ার্ক এ ফোন করলে। জিও এর তরফ থেকে জানানো হয়েছে, জিও থেকে জিও সমস্ত ইনকামিং কল, ল্যান্ডলাইন, বা হোয়াটসঅ্যাপ এর মত অ্যাপ থেকে কল করার ক্ষেত্রে কোনো মাশুল গুনতে হবেনা। কিন্তু জিও এর এই নতুন পদক্ষেপ গ্রাহকদের ওপর কতটা প্রভাব ফেলে সেটাই দেখার।