Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Ranbir Kapoor-Ileana D-cruz: সাক্ষাৎকারে ইলিয়ানার প্রশংসায় রণবীর কাপুর, শুনে লজ্জায় লাল খোদ অভিনেত্রী

Updated :  Thursday, April 20, 2023 1:27 PM

২০১২’তে অনুরাগ বসু পরিচালিত ‘বরফি’ বড়পর্দায় মুক্তি পেয়েছিল। ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া, রণবীর কাপুর ও ইলিয়ানা ডি ক্রুজ ছিলেন মুখ্য ভূমিকায়। এছাড়াও দেখা মিলেছিল বলিউড ইন্ডাস্ট্রির একাধিক নামিদামি তারকাদের। ছিলেন টলিউডের যিশু সেনগুপ্তও। আর সেই সময় এই ছবির প্রচার চলাকালীন ইলিয়ানার প্রশংসা করতে গিয়ে অভিনেতা যা মন্তব্য করেছিলেন, তা শুনে রীতিমতো লজ্জায় পড়ে গিয়েছিলেন অভিনেত্রী নিজেই।

ছবি মুক্তির আগে ‘বরফি’র প্রচারে এক সাক্ষাৎকারে ইলিয়ানার প্রশংসা করতে গিয়ে অভিনেতা অভিনেত্রী সম্পর্কে এক অদ্ভুত বিষয়ের কথা উল্লেখ করেন, যা শুনে অবাক হয়ে যান সকলেই। অভিনেতা জানান, তিনি যখন তামিলনাড়ুর পোল্লাচিতে কাজের সূত্রে গিয়েছিলেন সেখানে দক্ষিণী চ্যানেল ছাড়া আর কোন ভাষার চ্যানেল উপলব্ধ ছিল না। আর সেখানেই টিভি খোলা মাত্রই অভিনেত্রীর ঝলক পেয়েছিলেন অভিনেতা। সেই প্রথমবার অভিনেতা অভিনেত্রীর পেট দেখে অবাক হয়ে গিয়েছিলেন। তিনি এই প্রসঙ্গে বলেছিলেন, ইলিয়ানা নিশ্চয়ই জানেন তার পেটটা ভীষণরকম সুন্দর। অনক্যামেরা অভিনেতার এই কথা শুনে অবাক হয়ে গিয়েছিলেন সেখানে উপস্থিত সকলেই।

ইলিয়ানা ডি ক্রুজের পেটের প্রশংসা করা মাত্রই হেসে ওঠেন প্রিয়াঙ্কা চোপড়াও। তিনি জানান, এমন প্রশংসার ধরন অন্যকারোর কাছ থেকে পাওয়া যাবেনা। পাশাপাশি অভিনেতার এই কথা শুনে সকলের সামনে রীতিমতো অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন ইলিয়ানা। লজ্জায় লাল হয়ে গিয়েছিলেন তিনি। দীর্ঘবছর পর সেই সাক্ষাৎকারের সূত্র ধরেই আবারো একাংশের মাঝে চর্চায় এই তিন তারকা।

উল্লেখ্য, ইলিয়ানা ডি ক্রুজ দক্ষিণী চলচ্চিত্র জগৎ-এর অন্যতম পরিচিত ও জনপ্রিয় অভিনেত্রী। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডের একাধিক হিট ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। বলিউডে ‘বরফি’র পাশাপাশি ‘ম্যা তেরা হিরো’, ‘রুস্তাম’, ‘রেড’,’বিগ বুলে’র মতো একাধিক কাজ করেছেন তিনি। খুব শীঘ্রই মা হতে চলেছেন অভিনেত্রী। নিজের প্রথম মা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ার পাতায় ছবি শেয়ার করে জানিয়েছেন নিজেই। তবে এখনো পর্যন্ত সেই সন্তানের বাবার পরিচয় ঘোষণা করেননি অভিনেত্রী। আপাতত, এই খুশির খবরে তার সুস্থতা কামনা করেছেন তার অগণিত ভক্তমহল।