বর্তমানের যুগে ব্যাঙ্ক পরিষেবা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা অস্বীকার করা যায় না। মাঝে মাঝেই বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক কাজ করতে মানুষ ব্যাঙ্কে যায়। কিন্তু হঠাৎ করে যদি ব্যাঙ্ক বন্ধ হয় তাহলে খুব সমস্যায় পরতে হয় সাধারণ মানুষকে। শেষ মুহূর্তে টাকার জোগাড় না হলে বড়ই অসহায় হয়ে পড়ে মানুষ। সামনেই ঈদ-উল-ফিতর। ঈদ-উল-ফিতর উদযাপনের প্রেক্ষিতে, ভারতে সরকারি ও বেসরকারি খাতের ব্যাঙ্কগুলি ২২ এপ্রিল শনিবার বন্ধ থাকবে। RBI ইতিমধ্যেই তাদের ছুটির তালিকাতে এই তথ্য জানিয়েছিল। তবে শনিবার মাসের চতুর্থ শনিবার হিসেবেও ছুটি থাকে। তাই ভারতের বেশ কিছু শহরে ২১ তারিখ শুক্রবার ঈদের ছুটি থাকছে। কোন শহরে কোন দিন ঈদের ছুটি থাকছে? জানতে এই প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণ পড়ুন।
২১ এপ্রিল ভারতের বেশ কিছু রাজ্যে ঈদ উপলক্ষে ছুটি থাকছে। সেই রাজ্যগুলি হল- জম্মু, শ্রীনগর, কোচি, আগরতলা এবং তিরুবন্তপুরম। অন্যদিকে ২২ এপ্রিল বেশিরভাগ রাজ্যে ঈদ উপলক্ষে ছুটি থাকছে। ২২ শে এপ্রিল ঈদ উপলক্ষে ছুটি থাকছে বেলাপুর, ভোপাল, চেন্নাই, দেরাদুন, গুয়াহাটি, হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, ইম্ফল, জয়পুর, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বাই, নাগপুর, নতুন দিল্লি, পানাজি, পাটনা, রায়পুর, রাঁচি, শিলং, শ্রীনগর শহরে।
প্রসঙ্গত উল্লেখ্য, RBI পুরো বছরের জন্য ব্যাঙ্কগুলির জন্য ছুটির ক্যালেন্ডার জারি করে। আরবিআই ক্যালেন্ডার অনুসারে, ‘আলোচনাযোগ্য উপকরণ আইনের অধীনে ছুটি’, ‘আলোচনাযোগ্য উপকরণ আইনের অধীনে ছুটি এবং রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট হলিডে’ এবং ‘ব্যাঙ্কের অ্যাকাউন্টস বন্ধ’ সহ তিনটি বন্ধনীর অধীনে ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটির দিনে সরকারি, বেসরকারি, বিদেশী ব্যাংক, সমবায় ব্যাংক এবং আঞ্চলিক ব্যাংকসহ ব্যাংকের সব শাখা বন্ধ থাকে।