Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মাত্র ৪ মাসের মধ্যেই প্রথম স্ত্রীয়ের সাথে বিচ্ছেদ হয়েছিল মিঠুনের, এখন কোথায় হেলেনা লুক?

Updated :  Friday, April 21, 2023 12:14 PM

টলিউড থেকে বলিউড, দেশজুড়ে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে আট থেকে আশি সবাই চেনেন। অসম্ভব সুন্দর অভিনয় দক্ষতা এবং সেইসাথে মনমুগ্ধকর ডায়লগ ডেলিভারি তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছে। বর্তমানে তাঁর বয়স বেড়েছে অনেক। তবে অভিনয় জগত ছাড়তে পারেননি তিনি। কিছুদিন আগে কাশ্মীর ফাইলস সিনেমায় ব্যাপক অভিনয় করে নতুন করে লাইমলাইট এসেছেন তিনি। তাঁর জনপ্রিয়তায় একফোঁটা আঁচ পড়েনি এখনও। বলিউডের ডিস্কো ডান্সার এখনও সবার কাছে মিঠুনদা বলেই খ্যাত।

এই মিঠুন চক্রবর্তী বর্তমানে একাধিক রিয়েলিটি শোতে কাজ করছেন। সিনেমায় খুব একটা দেখা না গেলেও, বলিউড ফ্যানরা এখনও ডিস্কো ড্যান্সারকে ফলো করে। তাঁর ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন সবই নেট নাগরিকদের নখদর্পণে থাকে। মিঠুন চক্রবর্তী তার জীবনে দুটি বিয়ে করেছিলেন এবং প্রথম বিয়েটি তিনি হেলেনার সাথে করেছিলেন। কিন্তু হেলেনার সাথে তাঁর সম্পর্ক টেকে মাত্র ৪ মাস। মাত্র ৪ মাসের মধ্যে এক ঝটকায় তাঁদের সম্পর্ক ভেঙে যায়। পরে যোগিতা বালির সাথে বিয়ে করেন তিনি।

মাত্র ৪ মাসের মধ্যেই প্রথম স্ত্রীয়ের সাথে বিচ্ছেদ হয়েছিল মিঠুনের, এখন কোথায় হেলেনা লুক?

যোগিতা বালির প্রেমে পাগল হওয়ার আগে বিদেশি মডেল হেলেনা লুকের প্রেমে পড়েছিলেন মিঠুন। হেলেনা ‘আও প্যায়ার করিন’, ‘দো গুলাব’ এবং ‘সাথ সাথ’-এর মতো ছবিতে কাজ করেছেন। চলচ্চিত্রে কাজ করতে গিয়ে মিঠুন ও হেলেনার পরিচয় হয়। এরপর ১৯৭৯ সালে দুজনের বিয়ে হয়। কিন্তু বিয়ের ৪ মাসের মধ্যেই তাঁদের সম্পর্ক ভেঙে যায়। মিঠুনের সঙ্গে বিচ্ছেদের পর হেলেনা লুকও জীবনে এগিয়ে গেছেন। তিনি ফেসবুকে বেশ অ্যাক্টিভ থাকেন। বলিউড দুনিয়া ছেড়ে তিনি বর্তমানে হেলেনার লুক এবং স্টাইল এখন অনেক বদলে গেছে। তিনি এখন নিউইয়র্কে থাকেন এবং ডেল্টা এয়ারলাইন্সের ফ্লাইট অ্যাটেনডেন্ট হিসেবে কাজ করেন।