ঝোপ থেকে বেরিয়ে এল বিশাল কিং কোবরা, ভিডিও দেখে হুঁশ উড়বে আপনার
৩৯ হাজারের বেশি মানুষ ভাইরাল ভিডিওটি দেখেছেন
সরীসৃপ প্রজাতির সাপকে দেখলে গা শিউরে ওঠে না, এমন মানুষের সংখ্যা হয়তো খুবই কম। সাধারণত সাপ জঙ্গলের মধ্যে বা কোনো ফাঁকা এলাকায় মাটির মধ্যে গর্ত করে থাকে। তবে উন্নতির যুগে আমরা ধীরে ধীরে জঙ্গল সাফ করে বাড়ি বানানোর কার্যে মেতে উঠেছি। তাই এখনকার দিনের মাঝে মাঝেই লোকালয় বিষধর বিভিন্ন সাপ চলে আসতে দেখা যায়। তারা গ্রামের দিকে মাটির বাড়ির আনাচে-কানাচে বা কোনো ঘুপসি জায়গায় লুকিয়ে থাকতে পছন্দ করে। এই প্রাণীটি এতই ভয়ঙ্কর যে মাত্র একবার দংশন করলে কোনো মানুষের প্রাণ কিছু সেকেন্ডের মধ্যে চলে যেতে পারে।
তাই মানুষ থেকে শুরু করে বিভিন্ন জন্তু-জানোয়ার এই সাপের থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই চলে। সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝেই বিভিন্ন সাপের ভিডিও ভাইরাল হয়ে থাকে। আসলে এখনকার দিনে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহার করে থাকেন আট থেকে আশি সকলেই। তাই তো কোনো কিছু অবাক করা ঘটনা মুহূর্তের মধ্যে ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। আজকের এই প্রতিবেদনে এমনই এক ভাইরাল ভিডিও নিয়ে আপনাদের জানাবো।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে এক বিশাল লম্বা কিং কোবরা সাপকে। এক ব্যক্তি ঝোপের ভিতর থেকে একটি বিশাল বড় কিং কোবরা সাপকে ধরেছেন। লোকটি খালি হাতে ওই সাপকে টেনে বার করেছেন। সাপটি রেগে গিয়ে ওই ব্যক্তিকে আক্রমণ করতে যায়। ভাইরাল ভিডিওটি টুইটারে পোস্ট করেছেন কমান্ডার অশোক বিজলওয়ান। ভিডিওটি ৩৯ হাজারের বেশি মানুষ দেখেছেন।
Huge King Cobra being captured in Goa.
What a hair raising thriller… pic.twitter.com/8QpIXyYpmG— Commander Ashok Bijalwan 🇮🇳 (@AshTheWiz) April 27, 2023