আজ মঙ্গলবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকাল বুধবার দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি রয়েছে। শিলা বৃষ্টি এবং দমকা ঝড়ের মতো সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যেই। কালবৈশাখী পরিস্থিতি তৈরি হতে পারে। তবে শুক্রবার থেকে ফের আবহাওয়ার বদল হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গেই বৃদ্ধি পাবে তাপমাত্রা। ইতিমধ্যেই পূর্ব বাংলাদেশ একটি ঘূর্ণাবর্ত্য তৈরি হয়েছে যার কারণে প্রচুর জলীয় বাষ্পে ঢুকছে রাজ্যে। এর প্রভাবে তাপমাত্রা বাড়লে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি এবং ঝড়ের আশঙ্কা রয়েছে। আজ মঙ্গলবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ারের দু একটি জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দু এক জায়গায় ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে পূর্বাভাসে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে এই সমস্ত জেলা দিয়ে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের একেবারে উপরের পাঁচটি জেলায় বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। তবে, শুক্রবার থেকে তাপমাত্রা আবারও বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আজ মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কয়টি জেলায় দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গেই ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে। আগামীকাল বুধবার কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। শিলাবৃষ্টি সতর্কতা থাকছে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়।
বাকি জেলাগুলিতে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে। তার সাথেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধ এবং বৃহস্পতিবার। তবে শুক্রবার থেকে আবহাওয়া পরিবর্তন হবে। কলকাতায় আজ মঙ্গলবার আংশিক মেঘলা আকাশ থাকবে। বিকেল কিংবা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।