দেশনিউজ

7th Pay Commission: সরকার দেবে হাজার হাজার টাকা, আবারো জুলাই মাসে সরকারি কর্মীরা পাবেন ব্যাপক লাভ

জুলাই মাসে সরকারের তরফে আবারো মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হতে পারে

Advertisement

কেন্দ্রীয় সরকার আবারও কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) বাড়াতে চলেছে। বর্ধিত মহার্ঘ ভাতা ১ জুলাই থেকে প্রযোজ্য হবে বলে জানা যাচ্ছে। তবে, এই মহার্ঘ ভাতা সাথে কর্মীরা আরো অনেক সুবিধাও পাবেন। এতে যেকোনো সরকারি কর্মীর বেতন বাম্পার পরিমাণ বৃদ্ধি পাবে। প্রকৃতপক্ষে, সরকারের পক্ষ থেকে মহার্ঘ ভাতা বৃদ্ধির সাথে সাথে অন্যান্য ভাতাও বৃদ্ধি করা হয়। কর্মচারী এবং পেনশনভোগীরা জুলাই ২০২৩ থেকে এর সুবিধা পেতে শুরু করবেন। তবে এ বিষয়ে এখনো সঠিক কোনো ঘোষণা আসেনি।

১ জুলাই থেকে কর্মীরা যে ভাতা পাবেন তার মধ্যে রয়েছে ভ্রমণ ভাতা (Travelling Allowance) ও সিটি ভাতা (City Allowance)। এর পাশাপাশি মহার্ঘ ভাতা বৃদ্ধির কারণে প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটিও বাড়বে। এর ফলে কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪২ থেকে ৪৬ শতাংশে বাড়বে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন যে ডিএ বৃদ্ধির ফলে
ভ্রমণ ভাতাও (টিএ) প্রভাবিত হবে।

কেন্দ্রীয় কর্মচারীরা অবসরকালীন সুবিধাও আরো বেশি পাবেন বলে আশা করা হচ্ছে। ডিএ বৃদ্ধির সাথে সাথে তাদের বেতন, প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটিও বাড়বে। প্রকৃতপক্ষে, পিএফ এবং গ্র্যাচুইটি, মূল বেতন + মহার্ঘ ভাতার ভিত্তিতে গণনা করা হয়। ডিএ বৃদ্ধির সাথে সাথে এই ভাতাগুলি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। এই পরিবর্তনের পর শুধু কর্মচারীরা নয়, পেনশনভোগীরাও খুশি হবেন। এর ফলে তাদের ডিয়ারনেস রিলিফ (DR) পরিবর্তন করবে।

Related Articles

Back to top button