Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Jacqueline Fernandez: ওরহানের সাথে হাত ধরেই বেরোলেন ক্যাফে থেকে, নীল পোশাকেই নজর কেড়েছেন অভিনেত্রী

Updated :  Saturday, May 13, 2023 3:18 PM

বলিউডের প্রথম সারির ডিভাদের মধ্যে অন্যতম জ্যাকলিন ফার্নান্ডেজ। শ্রীলঙ্কান মডেল ও অভিনেত্রী তিনি। মডেলিং দিয়ে নিজের কেরিয়ার শুরু করলেও বর্তমানে বলিউডের নামি অভিনেত্রী হিসেবে নিজের একটা পাকা জায়গা করে ফেলেছেন দর্শকমাঝে। প্রায়ই কারণে অকারণে মিডিয়ার পাতায় চর্চায় থাকতে দেখা যায় অভিনেত্রীকে। সম্প্রতি আবারো তিনি চর্চায় উঠে এসেছেন তার নিজের একটি ভাইরাল হওয়া ঝলকের সূত্র ধরেই।

এই মুহূর্তে ইনস্টাগ্রামের ‘ভাইরাল ভয়ানী’র পেজ থেকেই জ্যাকলিনের সাম্প্রতিক ঝলকটি শেয়ার করে নেওয়া হয়েছে। ঝলকে অভিনেত্রীকে নিজের গাড়ি থেকে নেমে সোজা ক্যাফেতে ঢুকে যেতে দেখা গিয়েছে। গাড়ি থেকে নেমে এক ভক্তের সাথে হাতও মিলিয়েছিলেন তিনি। তবে গাড়ি থেকে নামার পর পাপারাজিৎদের দেখে হাসলেও, ক্যামেরার সামনে সেভাবে দাঁড়াননি অভিনেত্রী।

উল্লেখ্য, ভাইরাল হওয়া ঝলকে অভিনেত্রীকে নীল রঙের একটি এক্সট্রিম লং শার্টে দেখা গিয়েছে। সাথে সাজ পূরণের জন্য মানানসই হাই হিলে পড়েছিলেন কালো শর্ট স্কার্টও। হালকা মেকাপে চুল বাঁধা ছিল তার। বলাই বাহুল্য, অভিনেত্রীর পোশাক রীতিমতো নজর কেড়েছিল সকলের কমেন্টবক্সে নজর রাখলেই বোঝা যাবে। এদিন ক্যাফে থেকে বেরোনোর সময় ওরহানকে দেখা গিয়েছিল তার সাথেই। অভিনেত্রীর হাত ধরেই ক্যাফে থেকে বেরিয়ে ছিলেন তিনি। অবশ্য সেই ঝলকও মিলেছে সোশ্যাল মিডিয়ার সূত্র ধরেই। ওরহানকে কালো হুডি ও প্যান্টেই দেখা গিয়েছিল এদিন।‌ কদিন আগে এই ক্যাফের সামনেই উরফি ও তার বোন ডলির দেখা মিলেছিল। সেই ঝলকও ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। খুব সম্ভবত একই অনুষ্ঠানে এদিন হাজির হয়েছিলেন তারাও।