শিশুরা কিভাবে ট্রেনে যাতায়াত করবে এবার সেই নিয়ে ভারতীয় রেলওয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন জারি করল। এর ফলে এবারে ভারতীয় রেলের ভ্রমণ আরো সহজ এবং আরো আরামদায়ক হয়ে গিয়েছে। ভারতীয় রেল এবার থেকে শিশুদের জন্য অনেক বেশি নিরাপদ। আপনি যদি আপনার বাচ্চাদের নিয়ে ট্রেনে যাত্রা করার কোনো পরিকল্পনা করে থাকেন তাহলে আপনার ভারতীয় রেলের এই পরিবর্তন সম্পর্কে অবশ্যই জানা উচিত।
বস্তুত যাত্রী পরিষেবার জন্য একটি দারুণ উদ্যোগ গ্রহণ করেছে ভারতীয় রেলওয়ে। কিছুদিন আগে ট্রেনে ট্রায়াল হিসেবে শিশু জন্ম দেওয়ার ক্ষেত্রে অন্তঃসত্ত্বাদের সাহায্য করার জন্য একটি সুবিধা নিয়ে এসেছিল ভারতীয় রেল। এবারে এই বিষয়ে একটি বিশেষ পরিবর্তন করেছে ভারতীয় রেলওয়ে। এই পরিবর্তনের ফলে একটি নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যা আগের থেকে বেশি কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। এই নতুন ডিজাইনটি আগের থেকে অনেক বেশি নিরাপদ হবে।
ভারতীয় রেলের পক্ষ থেকে বলা হয়েছে শীঘ্রই ট্রেনের সন্তান প্রসবের সুবিধা দেয়ার জন্য দ্বিতীয় ট্রায়াল শুরু হচ্ছে। এই ট্রায়ালে সাফল্য পাওয়া গেলে পরবর্তী সময়ে দেশের সব ট্রেনে সন্তান জন্ম দেওয়ার সুবিধা থাকবে। শিশুর জন্মের ধারণার সঙ্গে সঙ্গে ট্রেনে চড়ার সময় মহিলা এবং শিশুর জন্য পর্যাপ্ত জায়গা না থাকার বিষয়ে রেল লক্ষ্য দিয়েছে। সেই কারণে সাম্প্রতিক সময় যাত্রীদের আরো ভালো পরিষেবা দিতে রেলের পক্ষ থেকে একটি বড় পরিবর্তন নিয়ে আসা হয়েছে। ট্রেনে যে কোন সমস্যা হলে এবারে হেল্পলাইন নম্বর সহ ট্রেনের যাত্রীদের পালনীয় নিয়মে পরিবর্তন আনা হয়েছে। ২০২২ সালে শিশুর জন্মের সুবিধার প্রথম ট্রায়ালের সময় অনেক সমস্যা দেখা গিয়েছিল। সেই সব ঘটনা মাথায় রেখে বর্তমানে এই পরিকল্পনা চালু করা হবে।
শিশুদের জন্য চালু করাই নতুন ট্রায়ালে ভারতীয় রেলের পক্ষ থেকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষভাবে লক্ষ্য রাখা হয়েছে। আগের ট্রায়ালে শিশুদের জন্য থাকা বার্থ স্বাভাবিক আসনের দিকে খোলা ছিল। যার ফলে শিশুর আঘাত বা লাগেজ পড়ে যাওয়ার আশঙ্কা ছিল। তবে এবারে তা উপর থেকে ঢেকে দেওয়া হয়েছে। তার ফলে কোন বিপদ হবে না শিশুর।