দেশনিউজপলিটিক্স

স্বচ্ছ ভারত অভিযানঃ সাত সকালে সমুদ্রের ধারে নোংরা প্লাস্টিক ব্যাগ হাতে মোদী!

Advertisement

প্রথমবারের জন্য প্রধানমন্ত্রী হয়ে ২০১৪ সালের ২ রা অক্টোবর গান্ধীজয়ন্তীর দিন সূচনা করেন স্বচ্ছ ভারত অভিযানের। বিভিন্ন সময়ে দেশবাসীর কাছে আবেদন করেছেন দেশকে স্বচ্ছ করার জন্য। তিনি নরেন্দ্র মোদী, এবার নিজেই এগিয়ে এলেন দেশকে স্বচ্ছ করার কাজে। গতকাল মামাল্লাপুরম সমুদ্র সৈকতে প্লাস্টিক বিরোধী অভিযানে সামিল হলেন তিনি।

দেশকে স্বচ্ছ করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে কেন্দ্র। তারই একটি হলো প্লাস্টিক বিরোধী অভিযান। কয়েক দিন দেশকে প্লাস্টিক মুক্ত করার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই কাজে নিজে এগিয়ে এসে দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। মামাল্লাপুরমের সমুদ্র সৈকতে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিকের বোতল ও পলিথিন নিজের হাতে তুলে নিলেন। সমস্ত প্লাস্টিকজাত আবর্জনা নিজের হাতে একত্রিত করে এই অভিযানে সামিল হলেন নরেন্দ্র মোদী। একই সাথে সারা দেশকে এই বার্তাও দিলেন যে, দেশের স্বচ্ছতার কাজে তিনি সবসময়ই অগ্রনী ভূমিকা নেবেন। দেশের স্বচ্ছতা বজায় রাখায় যে তাঁর প্রধান লক্ষ্য সে কথাও মনে করিয়ে দেন তিনি।

Related Articles

Back to top button