তবে কি এবারে কলকাতাতেও চলবে এসি লোকাল ট্রেন? মুম্বাইয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই এসি লোকাল ট্রেন। তবে কি এবারে কলকাতায় গরমে ঝোলার দিন শেষ হতে চলেছে? জোর জল্পনা চলছে নেট দুনিয়ায়। তীব্র গরমে যখন মানুষের অবস্থা একেবারে খারাপ, সেই সময়ে রেল কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছে সবাই। যদিও রেলের তরফে এখনো তেমন একটা কিছু জানানো হয়নি। তবে এখন যেরকমভাবে গরম পড়েছে, তাতে খুব শীঘ্রই যে এসি ট্রেনের দরকার আছে সেটা বলাই বাহুল্য।
একটি সংবাদমাধ্যমে পূর্ব রেলের তৎকালীন জেনারেল ম্যানেজারকে উধৃত করে জানানো হয়েছিলো এবারে মুম্বাইয়ের মত কলকাতাতেও চালু করা হোক এসি লোকাল ট্রেন। যদিও রুট এখনও ঠিক করা হয়নি। তবে সম্প্রতি পূর্ব রেলের মুখ্য আধিকারিক কৌশিক মিত্র বলেছেন, “এমন কোনো তথ্য আমার কাছে নেই।” ফলে, বিষয়টি নিয়ে এখনো অনেক অস্পষ্টতা আছে। তবে, মুম্বাইয়ের মত পূর্ব রেলও যদি EMU ট্রেন চালায় তবে যাত্রীদের জন্য এটা একেবারেই পোয়াবারো বললেই চলে।
তবে, পূর্ব রেলের তরফে তেমন কিছু জানানো না হলেও, হাওড়া বর্ধমান রুটে প্রথম এসি লোকাল ট্রেন চালাতে পারে পূর্ব রেল। তবে, জল্পনা যদি বিশ্বাস করা যায়, তাহলে এবারে পূর্ব রেলে হাওড়া থেকে ট্রেন চলবে।