পরপর দু’মাস স্বস্তি পেলেন ভারতের সাধারণ মানুষরা। লাগাতার ভাবে আরো একবার কমলো রান্নার গ্যাসের দাম। তবে গৃহস্থ রান্নার গ্যাসের দাম কমানো হয়নি। কমার্শিয়াল ক্ষেত্রে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম কমিয়েছে ভারতের তেল সংস্থাগুলি। অর্থাৎ এবারে লাভ হবে দোকানিদের। মাসে প্রথম দিনে বৃহস্পতিবার থেকে ধার্য হল ১৯ কিলোগ্রামের বাণিজ্যিক সিলিন্ডারে নতুন দাম। গতকালের থেকে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছে ৮৫ টাকা। সব মিলিয়ে লাভ হয়েছে সাধারণ ব্যবসায়ীদের।
এই মুহূর্তে ১৯ কেজি নীল এলপিজি সিলিন্ডারের দাম ১৯৬০ টাকা ৫০ পয়সা থেকে কমে হয়েছে, ১৮৭৫ টাকা ৫০ পয়সা। গত মাসের শুরুতে একইভাবে দান করেছিল বাণিজ্যিক সিলিন্ডারের। সেই সময় দাম কমে ছিল ১৭১ টাকা ৫০ পয়সা।
১ জুন থেকে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমলেও, ঘরে ব্যবহার করা সিলিন্ডারের দাম একই রয়েছে। অর্থাৎ ১৪.২ কেজি সিলিন্ডারের দাম এখনো ১১২৯ টাকা। যারা বাড়িতে রান্নার জন্য গ্যাস ব্যবহার করেন, তাদের বিশেষ একটা সুরাহা হলো না।