Post office recruitment: মাধ্যমিক পাশেই পোস্ট অফিসে ব্যাপক চাকরি, মাসিক বেতন ৩০ হাজার টাকা
পোস্ট অফিসের দ্বারা এই মুহূর্তে ব্রাঞ্চ পোস্টমাস্টার নিয়োগ করা হচ্ছে জোর কদমে
দীর্ঘ অপেক্ষার পর এবারে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতীয় ডাক বিভাগ। এবারে রাজ্যের যে কোন জেলার প্রার্থীরা চাকরির জন্য আবেদন করতে পারবেন ডাক বিভাগে। গ্রামীণ ডাক সেবক, ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার পদের জন্য নিয়োগ করা হবে কর্মী। মোট শূন্য পদ রয়েছে ১২৮২৮ টি। সব মিলিয়ে এই চাকরিটা চাকরিপ্রার্থীদের জন্য হতে চলেছে দুর্দান্ত। সব থেকে বড় কথা হল মাত্র দশম শ্রেণি পাশ করলেই এই চাকরিতে যোগদান করা যাবে।
যেকোনো একটি স্বীকৃত বিদ্যালয় থেকে দশম শ্রেণী পাস করতে হবে সেই প্রার্থীকে। তারপরেই সেই প্রার্থী চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে হ্যাঁ আবেদনকারীকে আগে থেকে কম্পিউটার জানতে হবে। চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। ব্রাঞ্চ পোস্টমাস্টারের বেতন হবে ১২০০০ টাকা থেকে ২৯ হাজার ৩৮০ টাকার মধ্যে। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারের বেতন হবে ১০ হাজার টাকা থেকে ২৪ হাজার ৪৭০ টাকা পর্যন্ত।
এই পদের জন্য আবেদন করতে হলে তপশিলি জাতির উপজাতি এবং মহিলা প্রার্থীদের কোন ফি দিতে হবে না। তবে সাধারণ প্রার্থীদের জন্য ১০০ টাকা করে ফি ধার্য করা হয়েছে। ডাক বিভাগের অনলাইন ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। আবেদন করার শেষ তারিখ ১১ জুন ২০২৩।