স্বাভাবিক ভাবেই গোটা দেশের নজর কেড়ে নিলো পুরোনো হাইপ্রোফাইল মামলা। ২০১০ সালে অযোধ্যার ২.৭৭ একর জমিকে নিয়ে তিনটি পার্টির মধ্যে বিতর্কের সৃষ্টি হয় তার শীঘ্রই অবসান হতে চলেছে। রাম জন্মভূমি – বাবরি মসজিদ মামলার চূড়ান্ত শুনানি শুরু হচ্ছে আজ থেকে।
দশেরার দীর্ঘ ছুটি কাটিয়ে আজ শুরু হচ্ছে সুপ্রিম কোর্ট।দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর নেতৃত্বে ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ গত ৬ অগাস্ট অযোধ্যা মামলার শুনানি শুরু করেছিল। কিন্তু প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানিয়ে দেন, ১৮ অক্টোবরের মধ্যেই অযোধ্যার মামলার শুনানি শেষ করবে শীর্ষ আদালত।সেই অনুযায়ী আজ, সোমবার থেকে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত এই মামলার শুনানি। শুনানি শেষ করতে বাকি আছে আর মাত্র ৪ দিন তাই ক্রমশ বাড়ছে উত্তেজনার পারদ।
এদিকে এই ঘটনার জেরে শান্তিশৃঙ্খলার কোনো অবনতি যাতে না হয় তার দিকে কড়া নজর রেখেছে কেন্দ্র। প্রস্তুত রয়েছে যোগী প্রশাসনও।রবিবার গোটা অযোধ্যা জুড়ে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।ইতিমধ্যেই রাম জন্মভূমির বিতর্কিত জমিতে দীপাবলীর দিন ৫১০০ প্রদীপ জানানোর কথা বিশ্ব হিন্দু পরিষদ ঘোষণা করলে বিষয়টি শোনার পর তীব্র আপত্তি জানায় বাবরি মসজিদ অ্যাকশন কমিটি। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আগামী ১০ ই ডিসেম্বর পর্যন্ত ১৪৪ ধারা বজায় থাকবে বলে ঘোষনা করেন জেলাশাসক অণুজ ঝা।