মন্দিরের বাইরে কৃতি শ্যাননকে চুম্বন করলেন পরিচালক, এভাবেই রেগে গেলেন

Advertisement

পুজো সেরে গাড়িতে ওঠার সময় ‘আদিপুরুষ’-এর (Adipurush) সীতার গালে পরিচালকের মিষ্টি চুম্বন। এতেই উঠেছে ঝড়। কিন্তু, কেন? চুম্বন বা জড়িয়ে ধরা আজকালকার দিনে ফ্যাশন মাত্র। এখন হাত জড়ো করে নমস্কার জানানো বা পায়ে হাত দিয়ে প্রণাম জানানোর চল প্রায় উঠে গেছে। বিশেষ করে ফিল্ম ইন্ডাস্ট্রি মানেই হয় কিস নয় হাগ, অর্থাৎ, হয় চুম্বন নয়তো কোলাকুলি। যখন এটাই ট্রেন্ড তখন এই চুম্বন নিয়ে এত জলঘোলা কেন হচ্ছে? কারণ, রামায়ণ মানেই মানুষের মনে এক বিশেষ অনুভূতি কাজ করে। সেই রামায়ণ চরিত্রের সীতা ওরফে কৃতী শ্যাননে’র(Kriti Sanon) গালে যখন পরিচালক চুম্বন করেন তখন সমালোচনা হবে বলেই দাবি দর্শকদের।

ভারতের অন্যতম এপিক বা বাংলায় যাকে বলে মহাকাব্য হল রামায়ণ। এই রামায়ণ নিয়ে বহুবার ছোটপর্দা ও বড়পর্দায় গল্প চিত্রায়ন করা হয়েছে। অনেক শিল্পী অভিনয় করেছেন, এবারেও সেই রামায়ণের কাহিনীকে আরো একবার জীবন্ত করে তুলছেন পরিচালক ওম রাউত ‘আদিপুরুষ’ এর হাত ধরে। নতুন এই রামায়ণে রামের ভূমিকায় রয়েছেন সুপারস্টার প্রভাস, সীতার ভূমিকায় কৃতি স্যানন, রাবণের চরিত্রে সইফ আলি খান, লক্ষ্মণের চরিত্রে চরিত্রে সানি সিং, হনুমানের চরিত্রে দেবদত্ত নাগে সহ আরো অন্যান্য। সদ্য, ‘আদিপুরুষ’ এর ফাইনাল ট্রেলার মুক্তি পায়। কিন্তু, সমালোচনা কিছুতেই পিছু ছাড়ছে না। আবারো জোরদার চর্চার মুখে ওম রাউতের আদিপুরুষ।

উল্লেখ্য, গত ৬ ই জুন তিরুপতিতে (Tirupati) মুক্তি পায় ‘আদিপুরুষ’ ছবির ফাইনাল ট্রেলার (Adipurush Final Trailer)। জাঁকজমকপূর্ণ প্রি-রিলিজ ইভেন্টে (pre-release event) প্রকাশ পায় ছবির ট্রেলার। সবই ঠিকঠাক চলছিল, এর মাঝে পরিচালক ওম রাউত সীতা ওরফে কৃতির গালে চুম্বন করে মিষ্টি অভ্যর্থনা জানান। এতেই চটেছেন বহু মানুষ। বর্তমান যুগে কাউকে চুম্বন করা বা আলিঙ্গন করা একটি মিষ্টি অঙ্গভঙ্গি হিসেবে বিবেচিত হলেও, সীতার চরিত্রে অভিনয় করা কৃতির গালে পরিচালকের চুম্বনকে ভালো ভাবে দেখেননি দর্শকরা।

এই চুম্বন বিতর্ককে কেন্দ্র করে ৮০ র দশকের রামায়ণের সীতা ওরফে দীপিকা চিখালিয়া নিজেও আপত্তি জানান। এক সংবাদমাধ্যমে তিনি জানান যে যখন তাঁরা রামায়ণ করেছিলেন সেটে কেউ তাদের নাম ধরে ডাকতে সাহস করত না। তাঁরা যখন নির্দিষ্ট চরিত্রে ছিলেন, তখন সেটেই অনেকে এসে পা ছুঁয়ে যেতেন। সে এক ভিন্ন যুগ ছিল। তখন তারা অভিনেতা হিসেবে দেখতেন না; তারা সত্যি ভগবান মনে করত। অভিনেত্রী এও জানান যে, তাঁরা কাউকে আলিঙ্গন করতেও পারিনি, চুমুও দিতে পারেননি। আদিপুরুষের অভিনেতারা ছবি মুক্তির পরে তাদের পরবর্তী চলচ্চিত্র নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন এবং তাদের চরিত্রগুলি ভুলে যাবেন তবে এটি তাদের সাথে কখনও ঘটেনি। তাদের সাথে এমন আচরণ করা হয়েছিল যেন তারাই দেবতা এবং এই পৃথিবীতে বাস করেন। সেজন্য জনগণের অনুভূতিতে আঘাত লাগে এমন কিছু তারা কখনো করেনি।

Related Articles

Back to top button