কলকাতানিউজ

নয়া ইনিংসের জন্য মহারাজাকে শুভেচ্ছা মমতার!

Advertisement

নাটকীয়ভাবে রবিবার মাঝরাতে বিসিসিআই সভাপতি নির্বাচিত হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এর পরিপ্রেক্ষিতেই সৌরভকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লেখেন, “সর্বসম্মতভাবে বিসিসিআই সভাপতি নির্বাচিত হওয়ায় সৌরভ গাঙ্গুলীকে অভিনন্দন। তোমার মেয়াদের জন্য তোমাকে শুভেচ্ছা জানাই। তুমি ভারত ও বাংলাকে গর্বিত করেছ।

CAB সভাপতি হিসেবে তোমার মেয়াদে আমরা গর্বিত। একটি দুর্দান্ত নতুন ইনিংসের অপেক্ষায় রইলাম।” তারপর মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান সৌরভ গঙ্গোপাধ্যায়। মনোনয়ন পেশ করার পর মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সৌরভ বলেন, ‘ অভিনন্দন জানানোর জন্য মমতা দি-কে অসংখ্য ধন্যবাদ।’

সৌরভ গাঙ্গুলিকে অভিনন্দন জানিয়েছেন সিপিএম বিধায়ক ও শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যও। তিনি বলেছেন, “ সৌরভ গাঙ্গুলি বিসিসিআই-এর সভাপতি নির্বাচিত হওয়ায় আমরা গর্বিত। তিনিই প্রথম প্রাক্তন ভারত অধিনায়ক যিনি এই পদে নির্বাচিত হলেন যা বাড়তি অভিনন্দন প্রাপ্য। যোগ্য ব্যক্তি এই পদে নির্বাচিত হওয়ায় আগামী দিনে তাঁর হাত ধরে ভারতীয় ক্রিকেটের আরও উন্নতি হবে বলে আশা করছি।”

২৩ অক্টোবর থেকে বিসিসিআই সভাপতির দায়িত্ব বুঝে নেবেন ‘দাদা’ অর্থাৎ সৌরভ গাঙ্গুলী। আগামী বছরের জুলাই মাস পর্যন্ত এই পদে থাকবেন তিনি। তারপর তিন বছরের কুলিং অফে যেতে হবে তাঁকে। কারণ লোঢা সংস্কার অনুসারে টানা ছয় বছরের বেশি বোর্ড বা রাজ্য সংস্থার পদে থাকা যাবে না। বর্তমানে সিএবি সভাপতি পদে রয়েছেন ৪৭ বছরের সৌরভ।

Related Articles

Back to top button