নিউজদেশ

Indian Railway: ১৫ জুন ভারতীয় রেল বাতিল করছে প্রচুর এক্সপ্রেস ট্রেন, বাড়ি থেকে বেরোনোর আগে অবশ্যই আপডেট তালিকা দেখুন

ঘূর্ণিঝড় বিপর্যয়ের জন্য বাতিল ট্রেনের তালিকা বৃদ্ধি পেয়েছে

Advertisement

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। তবে অনেক সময় ট্রেন লেট করে বা ট্রেন ক্যানসেল হয়ে যাওয়ার জন্য যাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হয়। কিছু কিছু সময় আবার ট্রেন ড্রাইভার্ড করে দেওয়া হয়, যার জন্য ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয় আগে থাকতে টিকিট কেটে রাখা যাত্রীদের। এই জুন মাসে ভারতীয় রেলওয়ে অনেকগুলি ট্রেন বাতিল করেছিল। তারমধ্যে আবার ঘূর্ণিঝড় বিপর্যয়ের জন্য বাতিল ট্রেনের তালিকা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আজ গুজরাট রুটে অনেক ট্রেন বাতিল হয়েছে। কোন কোন ট্রেন বাতিল হয়েছে? তা জানতে এই প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণ পড়ুন।

পরিষেবা সীমিত হয়েছে যেই ট্রেনগুলির:

  • 09480 ওখা রাজকোট আনরিজার্ভ স্পেশাল 15 জুন থেকে 16 জুন
  • 09479 রাজকোট ওখা আনরিজার্ভ স্পেশাল 15 জুন
  • 09513 রাজকোট-ভেরাভাল 15 জুন
  • 09514 ভেরাভাল – রাজকোট 15 জুন
  • 19016 পোরবন্দর – দাদার সৌরাষ্ট্র এক্সপ্রেস 15 জুন
  • 09550 পোরবন্দর-ভানওয়ার 15 জুন
  • 19251 ভেরাভাল-ওখা এক্সপ্রেস 15 জুন পর্যন্ত
  • 19252 ওখা-ভেরাভাল এক্সপ্রেস 15 জুন পর্যন্ত
  • 09522 ভেরাভাল-রাজকোট এক্সপ্রেস 15 জুন পর্যন্ত
  • 09521 রাজকোট-ভেরাভাল এক্সপ্রেস 15 জুন পর্যন্ত
  • 22958 ভেরাভাল আমেদাবাদ 15 জুন
  • 19119 আহমেদাবাদ-ভেরাভাল ইন্টারসিটি 15 জুন
  • 19120 ভেরাভাল – আহমেদাবাদ ইন্টারসিটি 15 জুন
  • 19207 পোরবন্দর-ভেরাভাল এক্সপ্রেস 15 জুন পর্যন্ত
  • 19208 ভেরাভাল-পোরবন্দর এক্সপ্রেস 15 জুন পর্যন্ত
  • 09416 গান্ধীধাম – বান্দ্রা টার্মিনাস স্পেশাল 15 জুন
  • 09415 বান্দ্রা টার্মিনাস – গান্ধীধাম স্পেশাল 16 জুন পর্যন্ত
  • 19405 পালনপুর-গান্ধীধাম এক্সপ্রেস 15 জুন পর্যন্ত
  • 19406 গান্ধীধাম-পালনপুর এক্সপ্রেস 16 জুন পর্যন্ত
  • 22956 BHUJ – বান্দ্ৰ টার্মিনাস কচ এক্সপ্রেস 15 জুন
  • 22955 বান্দ্ৰা টার্মিনাস – ভুজ কচ্ছ এক্সপ্রেস 16 জুন পর্যন্ত
  • 20927 পালনপুর – ভুজ এসএফ এক্সপ্রেস 15 জুন
  • 20928 ভূজ – পালনপুর এসএফ এক্সপ্রেস 15 জুন
  • 19577 তিরুনেলভেলি – জামনগর এক্সপ্রেস 15 জুন

বাতিল ট্রেনের তালিকা:

  • ট্রেন নং 18409/18410 শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস
  • ট্রেন নম্বর 18037/10838 খড়গপুর-জাজপুর কেওনঝার রোড এক্সপ্রেস
  • ট্রেন নম্বর 18043/18044 হাওড়া-ভদ্রক এক্সপ্রেস
  • ট্রেন নম্বর 18038 জয়পুর কেওনঝার রোড-খড়গপুর
  • ট্রেন নম্বর 18046 হায়দ্রাবাদ-শালিমার ইস্ট কোস্ট এক্সপ্রেস
  • ট্রেন নম্বর 12896 পুরী-শালিমার এক্সপ্রেস
  • ট্রেন নম্বর 20832 সম্বলপুর-শালিমার এক্সপ্রেস
  • ট্রেন নম্বর 22888 SMVT বেঙ্গালুরু-হাওড়া হামসফর এক্সপ্রেস
  • ট্রেন নম্বর 8031/8032 বালাসোর-ভদ্রক মেমু স্পেশাল
  • ট্রেন নম্বর 08411/08412 বালাসোর ভুবনেশ্বর স্পেশাল
  • ট্রেন নং ০৮৪১৫/০৮৫১৬ জলেশ্বর-পুরী মেমু স্পেশাল
  • ট্রেন নম্বর 18021/18022 খড়গপুর-খুর্দা রোড এক্সপ্রেস
  • ট্রেন নম্বর 03230 পাটনা-পুরি স্পেশাল
  • ট্রেন নম্বর 22603 খড়গপুর-ভিলুপুরম এক্সপ্রেস
  • ট্রেন নম্বর 18045 শালিমার হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস
  • ট্রেন নম্বর 22874 বিশাখাপত্তনম-দিঘা এক্সপ্রেস
  • ট্রেন নম্বর 22808 MGR চেন্নাই সেন্ট্রাল – সাঁতরাগাছি এক্সপ্রেস

বাতিল হয়ে যাওয়া ট্রেনের মধ্যে আপনার যাতায়াতের ট্রেনে আছে নাকি জানার জন্য আপনাকে enquiry.indianrail.gov.in/mntes/ ওয়েবসাইটে গিয়ে cancelled train list অপশানে ক্লিক করতে হবে। সেখানে বাতিল হয়ে যাওয়া সব ট্রেনের নাম এবং নম্বর চলে আসবে। এছাড়া আপনার ট্রেন পুনঃনির্ধারিত বা ড্রাইভার্ড হয়েছে নাকি জানতে ওই ওয়েবসাইটে reschedule diverted today update অপশনে ক্লিক করতে হবে।

Related Articles

Back to top button