দ্বিতীয়বার মোদী সরকার ক্ষমতায় আসার পর যে বাজেট ঘোষণা হয় তাতে কিছুটা হলেও আশাহত হয়েছিলেন সরকারি কর্মচারীরা। বাজেটের আগে সরকারি কর্মচারীরা আশা করেছিলেন যে তাদের নূন্যতম বেতন বৃদ্ধি হবে। কিন্তু কেন্দ্রীয় বাজেটে তাদের সেই আশা পূরণ হতে দেখা যায় নি। গোটা দেশ জুড়েই চলছে উৎসবের মরসুম আর তারই মাঝে সরকারি কর্মীদের জন্য রইলো মন ভালো করার মত খবর।এবার কিছুটা হলেও আশা জাগিয়ে ডিএ ঘোষণা করেন মোদী সরকার।
গত বুধবার কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর ঘোষণা করেন যে, ৫ শতাংশ ডি এ বাড়ানো হচ্ছে সরকারি কর্মচারীদের। সপ্তম কমিশনের সুপারিশ মেনেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। জানা যায় যে আগামী মাস থেকেই বর্ধিত হারে বেতন পাবে সরকারি কর্মীরা। সাধারণত মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ডিএ বাড়ানো হয়।বেসিকের উপর ভিত্তি করে ভারত, বাংলাদেশ ও পাকিস্তান এই তিনটি দেশে এই ভাতা দেওয়া হয়। প্রকাশিত খবর অনুযায়ী ৫% বৃদ্ধির ফলে মহার্ঘ ভাতা ১২% থেকে বেড়ে ১৭% হবে। ২০১৬ থেকে এই প্রথম এত ডিএ বৃদ্ধি হয়। এর ফলে কেন্দ্রীয় সরকারের মোট ১৫,৯০৯.৩৫ কোটি টাকা খরচ হবে।
কেন্দ্রীয় সরকারের এই ঘোষণায় অন্তত ৫০ লক্ষ সরকারি কর্মচারী উপকৃত হবে বলে জানা গিয়েছে। বিভিন্ন সেক্টরের কর্মীদের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধু কর্মকর্তারা নন, এর ফলে লাভবান হবে ৬২ লক্ষ পেনশনভোগীও। এই সিদ্ধান্তের ফলে কিছুটা হলেও তাদের মুখে হাসি ফুটবে বলে আশা করা হচ্ছে।