Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Asur 2: বাবা সুযোগ নিতে চেয়েছিলেন, জীবনের ভয়ংকর অভিজ্ঞতার কথা শোনালেন ‘অসুর ২’ খ্যাত অভিনেত্রী

Updated :  Friday, June 16, 2023 6:49 PM

কিছুদিন আগেই মুক্তি পায় মনোজ বাজপেয়ীর ওয়েব সিরিজ ‘বান্দা’। আশারাম বাপুর জীবনের অন্ধকার দিক নিয়েই গল্প এগোয়। সেরকমই এক অন্ধকার দিনের কথা শেয়ার করলেন অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েঙ্কা (Anupriya Goenka)। অভিনেত্রী নিজেও অতীত জীবনে এক ভন্ড গুরুর সান্নিধ্য পান। এক সাক্ষাৎকারে অনুপ্রিয়া জানান যে তাঁর জীবনেও ঘটতে পারতো ভয়ংকর কিছু, কিন্তু তিনি নিজেকে প্রলোভন থেকে বাঁচাতে পেরেছিলেন।

উল্লেখ্য, অনুপ্রিয়া এখনও পর্যন্ত একাধিক প্রজেক্টে কাজ করেছেন। ২০০৯ সালে প্রথম মুম্বাই আসেন তিনি, এসে থিয়েটার জগতের সঙ্গে যুক্ত হন। সেইসময় একসঙ্গে তিনি কর্পোরেট জগতে চাকরি ও থিয়েটার করতেন। ২০১৩ সালে তেলেগু ছবি দিয়ে ফিল্ম জগতে আত্মপ্রকাশ হয় তাঁর। বেশ কিছু হিন্দি সিনেমা ও বিজ্ঞাপনে তাকে দেখা যায়। ‘পদ্মাবত’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ববি জাসুস’, ‘ ড্যাডি’ র মতন বেশ কিছু ফিল্মে অভিনয় করেন, এবং একাধিক ওয়েব সিরিজেও কাজ করেছেন। সম্প্রতি তাকে দুটো ওয়েব সিরিজে দেখা গিয়েছে। ‘আশ্রম’ ও ‘অসুর ২’ দুটি সিরিজেই তার কাজ প্রশংসা পেয়েছে।

সিরিজ আশ্রম ও বান্দা গল্পে যেই ভন্ডামি তুলে ধরা হয়েছে সেরকমই এক ভন্ড গুরুর সান্নিধ্য পেয়েছিলেন অনুপ্রিয়া। সাক্ষাৎকারে তিনি জানান যে, আমার এক তথাকথিত আধ্যাত্মিক গুরুকে নিয়ে অভিজ্ঞতা রয়েছে, যিনি আমার সুযোগ নিতে চেয়েছিলেন। আমি খুবই ছোট ছিলাম। তিনি এমন এক ব্যক্তি ছিলেন, যাঁকে আমি বিশ্বাস করতাম। তাঁকে খুবই বাস্তবধর্মী ও যুক্তিযুক্ত মনে হত। আমার পুরো পরিবারই তাঁর ওপর আস্থা রেখেছিল। আমার যখন বয়স ১৭-১৮, সেই সময় সুযোগ নিতে চেয়েছিলেন। আর এজন্য দীর্ঘদিন ধরে আমায় ভয় দেখতেন তিনি। স্বস্তির কথা যে, আমি তাঁকে সেই সুযোগ নিতে দিইনি। শেষপর্যন্ত তিনি হাল ছেড়ে পালিয়ে যান।