নিউজদেশ

PAN Card Limit: আপনার কাছে রয়েছে ২টি প্যান কার্ড, জানেন কত জরিমানা হবে?

আয়কর দপ্তর আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক করেছে

Advertisement

আজকালকার দিনে ব্যাঙ্কিং পরিষেবা থেকে শুরু করে অন্যান্য অফিসিয়াল কাজকর্মের জন্য মাঝে মাঝেই দরকার পড়ে প্যান কার্ডের। আপনার কাছে যদি প্যান কার্ড না থাকে তাহলে আপনি যেকোনো সময় গুরুত্বপূর্ণ কাজের মাঝখানে আটকে যেতে পারেন। তবে মোটামুটি আজকাল সকলেই নিজের প্যান কার্ড বানিয়ে নিয়েছেন। আপনার কাছে যদি প্যান কার্ড থাকে তাহলে ব্যাঙ্ক জাতীয় যেকোনো কাজে সুবিধা পাওয়া যায়। তবে চলতি বছরে বাজেট ঘোষণার পর এই প্যান কার্ডের জন্য আপনার ১০ হাজার টাকা জরিমানা হতে পারে। কিন্তু কেন? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

আসলে সম্প্রতি আয়কর দপ্তর প্যান কার্ড সম্পর্কিত একটি বড় আপডেট দিয়েছে যা প্রত্যেক প্যানকার্ডধারীদের জানা প্রয়োজন। নাহলে তাঁদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আয়কর দপ্তর কিছুদিন আগে একটি নোটিফিকেশন জারি করে জানিয়ে দিয়েছেন যে আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক। এই লিঙ্ক করার জন্য একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যে লিঙ্ক না করলে দিতে হবে জরিমানা এবং বাতিল হয়ে যাবে আপনার প্যান কার্ড। কত তারিখে মধ্যে করতে হবে এই লিঙ্ক?

আয়কর দপ্তর সূত্রে জানানো হয়েছে যে আপনি যদি ৩১ মার্চ, ২০২৩ সালের আগে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক না করেন, তাহলে আপনার উপর ১০ হাজার টাকা জরিমানা করা হবে। এছাড়াও এই কাজ না হলে ১ এপিল, ২০২৩ থেকে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হবে। প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে ব্যাঙ্ক সমন্ধিত যেকোনো কাজে আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে।

আপনাকে জানিয়ে রাখি, ঘরে বসেই আপনি লিঙ্ক করতে পারেন আধার ও প্যান কার্ড। এই কাজটি করার জন্য, আপনাকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট incometaxindiaefiling.gov.in-এ ক্লিক করতে হবে। সেখানে আইডি, পাসওয়ার্ড এবং জন্মতারিখ ব্যবহার করে পোর্টালে লগইন করতে হবে। লগইন করার জন্য যে ইউজার আইডি প্রয়োজন তা হল আপনার প্যান (স্থায়ী অ্যাকাউন্ট নম্বর)। এর সাথে, আধারের সাথে আপনার প্যান লিঙ্ক করার জন্য একটি পপ-আপ উইন্ডোও খুলবে। লিঙ্ক করার জন্য আপনাকে মেনু বারে ‘প্রোফাইল সেটিংস’ এ ক্লিক করতে হবে। তারপর আপনাকে এর হোম পেজে ‘লিঙ্ক আধার’-এ ক্লিক করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য পূরণ করলেই লিঙ্ক হয়ে যাবে আপনার প্যান কার্ড ও আধার কার্ড।

Related Articles

Back to top button