প্রীতম দাস, নিজস্ব প্রতিনিধি: ভারতীয় অর্থনীতির আকাশে মন্দা নিয়ে যখন পাহাড় প্রমাণ বিতর্ক চলছে ঠিক সেই সময় আই এম এফ এর পরিসংখ্যান অর্থনীতির বৃদ্ধির হার ২০২০ অর্থবর্ষে ৭ শতাংশ থাকবে বলে জানিয়েছে আই এম এফ। এছাড়াও আই এম এফ এর তরফে আরো জানানো হয়েছে যে, বিশ্ব অর্থনীতিতে এবছর বৃদ্ধি হবে ৩ শতাংশ।
পাশাপাশি চীনের আর্থিক বৃদ্ধির হার কমে ৫.৮ হবে বলে জানিয়েছে আই এম এফ। আন্তর্জতিক ক্ষেত্রে নিম্নমুখী অর্থনীতির বাজারে বিশ্বের সবচেয়ে দ্রুত হারে বৃদ্ধি পাওয়া দেশের তকমা পেলো ভারত , পেছনে রয়েছে চির প্রতিদ্বন্দ্বী চিন। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক এর তরফে মঙ্গলবার জানানো হয় যে, জুলাই মাসে ভারতের বৃদ্ধির হার ৭ শতাংশ থেকে ০.৯ শতাংশ কমিয়েছে তারা। এপ্রিল এর ৭.৩ থেকে ১.২ শতাংশ কমানো হয়েছে।
ওয়ারল্ড ইকোনমিক আউটলুক এর মতানুযায়ী, আগামী বছরে বিশ্বের অর্থনীতি ৩ শতাংশ থেকে বেড়ে ৩.৪ শতাংশ হতে পারে। ভারতীয় অর্থনীতির হার বৃদ্ধি-হ্রাস নিয়ে তাদের তরফে বলা হয়েছে যে, দ্বিতীয় ত্রৈমাসিক এ ভারতীয় অর্থনীতির বেগ নিম্নগামী হয়ছে। অটো মোবাইল, রিয়েল এস্টেট ও ব্যাংকিং ফিনান্সিয়াল সেক্টরে খারাপ অবস্থা অন্যতম কারণ। বলাবাহুল্য, আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতীয় অর্থনীতির হাল যে তুলনামূলকভাবে উজ্জ্বল সে ব্যাপারে সন্দেহ নেই।