Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

তিন সন্তানের মা হয়েছেন ৪৭ বছর বয়সে, দেখুন সালমান খানের নায়িকার ছবি, দেখলে চিনতে পারবেন না

Updated :  Sunday, June 25, 2023 7:24 PM

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রম্ভা‌। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি টলিউডে ও বলিউডেও কাজ করেছেন তিনি। মাত্র ১৫ বছর বয়সেই মালায়ালাম ছবির সূত্র ধরে অভিনয় দুনিয়ায় পা রেখেছিলেন অভিনেত্রী। অভিনয় দুনিয়ায় পা রাখার পর দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের একটা আলাদা জায়গা বানিয়েছিলেন তিনি। একাধিক হিট ছবিতে অভিনয় করার পরই সুযোগ পেয়েছিলেন বলিউডে। ১৯৯৭ সালে ‘জুড়বা’ ছবিতে সালমান খানের বিপরীতে দেখা মিলেছিল তার। পর্দায় তার অভিনয়, রোমান্স থেকে নাচ সবটাই নজর কেড়েছিল দর্শকদের। তবে একটা সময় কেরিয়ারের শীর্ষে থাকাকালীনই অভিনয় দুনিয়া থেকে সরে গিয়েছিলেন তিনি। উল্লেখ্য, রম্ভার আসল নাম বিজয়লক্ষ্মী।

তবে এই মুহূর্তে অভিনেত্রী নিজের সাম্প্রতিক লুকের সূত্র ধরেই চর্চায় রয়েছেন। তবে ২০১০ সালের পর সেভাবে অভিনয় দুনিয়ায় দেখা মেলেনি তার। বর্তমানে ৪৭ বছর বয়সেও বলিউডের একাধিক ডিভাকেও টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় তারই জন্মদিন পালনের কিছু ছবি ভাইরাল হয়েছে, আর সেই সূত্রেই আপাতত নেটদুনিয়ায় নেটজনতার একাংশের মাঝে পুনরায় চর্চার আলো কেড়েছেন তিনি।

২০১০ সালে কানাডার এক ব্যাবসায়ী ইন্দ্রকুমার পদ্মনাথের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রম্ভা। বর্তমানে তাদের দুই কন্যা ও এক পুত্র সন্তান বর্তমান। এখন তিনি নিজের স্বামী ও তিন সন্তানকে নিয়ে ভালোই রয়েছেন। বর্তমানে নিজের শেয়ার করে নেওয়া ঝলকের সূত্র ধরেই চর্চিত হচ্ছেন। এই মুহূর্তে নেটদুনিয়ায় তার একাধিক ঝলক ভাইরাল হতে দেখা গিয়েছে, যা খুব স্বাভাবিকভাবেই নজর এড়ায়নি তার অনুরাগীদের।