দেশনিউজ

অযোধ্যা মামলার জমি কার? হিন্দু না মুসলিম! তাকিয়ে গোটা দেশ

Advertisement

প্রীতম দাস, নিজস্ব প্রতিনিধি: রাম মন্দির ও বাবরি মসজিদ নিয়ে বিতর্ক সকল ভারতবাসীর জানা। দীর্ঘদিন ধরে অতিবাহিত হয় চলা এই বিতর্কের অব্যাহতি হতে পারে আজ। বিগত ৪০ দিন ধরে রামমন্দির ও বাবরি মসজিদ নিয়ে শুনানি চলছে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন , অনেক হয়েছে এই মামলার শুনানি আজই সম্পন্ন হবে। সন্ধ্যা ৫টার মধ্যে এই মামলার শুনানি হবে। বলাবাহুল্য, পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ এই মামলার শুনানি করছে।

মঙ্গলবার শুনানির সময় মহন্ত সুরেশ দাসের আইনজীবী দাবি করেন সম্রাট বাবর ভারত জয়ের পরে রামের জন্মস্থানে মসজিদ নির্মাণ করেছিলেন যা কখনোই ঠিক হয়নী , তাই এই ভুল সংশোধনের প্রয়োজন আছে। তার এই বক্তব্য এর পর সুন্নি ওয়াকাফ বোর্ডের আইনজীবী রাজিব ধবন এটি নতুন যুক্তি ও এর জবাব দেবার অধিকার তার রয়েছে। এভাবেই শুরু হয় বাদানুবাদ।

এরপর আদালত চত্বরে দুই পক্ষের আইনজীবী দের বাক বিতন্ডা শুরু হয় ফলে বিচারপতি বুধবার দিন শুনানি পর্ব শেষ করতে চাইছে।এর আগে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ১৮ অক্টোবর তারিখ অযোধ্যা মামলার ডেডলাইন ধার্য করে দেন। ২৬ তম শুনানির পরে আসবে সেই মাহেন্দ্রক্ষণ ও ভাগ্য নির্ধারণ হবে অযোধ্যা মামলার জমি কার ? হিন্দু না মুসলিম !?

Related Articles

Back to top button