দেশের সব নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি হলো আধার কার্ড। নানা সময় আধার কার্ড ব্যবহারকারীদের মোবাইল নম্বর আপডেট করার দরকার পড়ে। সমস্ত জরুরী তথ্য আপডেট করার মধ্যে এটিও একটি। মাঝেমধ্যেই নিজের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর আপডেট করার নির্দেশ দিয়ে থাকে আধার নম্বর প্রদানকারী সংস্থা ভারতীয় ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি ওরফে ইউআইডিএআই। আধার কার্ড ব্যবহারকারীদের নিজেদের আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট করাতে হয় নিজে থেকেই। আসলে আধার কার্ড এতটাই জরুরি ডকুমেন্ট যে এখন সব ক্ষেত্রেই আধার কার্ড প্রয়োজন হচ্ছে। সেই কারণেই এখন মোবাইল নম্বর আপডেট করা অত্যন্ত দরকার।
কিন্তু এর মধ্যে সবথেকে বড় প্রশ্নটা হল যদি আপনি নতুন মোবাইল নম্বর নেন তাহলে আপনি কিভাবে সেই নম্বর আপডেট করবেন নিজের আধার কার্ডের সাথে? এর কিন্তু একটা সহজ উপায় রয়েছে। ইউআইডিএআই ডাটাবেসে এই নতুন মোবাইল নম্বর আপডেট করতে পারবেন আপনি। নম্বরটি আপডেট করতে হলে কিন্তু আপনাকে নিজের নিকটবর্তী আধার কেন্দ্রে যেতে হবে। তবে অনলাইন পদ্ধতিতেও ভালোভাবেই আধার নম্বর আপডেট করা যায়। আধার কার্ড তৈরি করার সময় গ্রাহকের জনসংখ্যা এবং বায়োমেট্রিক ডাটা দেওয়া হয়। তবে মোবাইল নম্বর আপনি মাঝেমধ্যে আপডেট করতে পারেন।
বাড়িতে বসেই কিন্তু নিজের সমস্ত তথ্য আপনি আপডেট করতে পারবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে নিকটবর্তী আধার কেন্দ্রে গিয়ে এই মোবাইল নম্বর আপডেট করার কাজ করতে হবে। এই কাজের জন্য প্রথমে আপনাকে নিকটবর্তী আধার কেন্দ্রে যেতে হবে। তারপরে আপনাকে আপডেট আধার ফরম পূরণ করতে হবে। তারপরে সেই ফরম এক্সিকিউটিভ এর কাছে জমা করতে হবে। এর জন্য তাকে পঞ্চাশ টাকা চার্জ দিতে হবে। আদার এক্সিকিউটিভ আপডেট অনুরোধ নম্বর সহ একটি রশিদ দেবেন। সংশ্লিষ্ট ব্যবহারকারী ওই নম্বরের মাধ্যমে আধারের আপডেটের অবস্থা চেক করতে পারবেন। এরপর ৯০ দিনের মধ্যে ওয়েবসাইটে এই নম্বর আপডেট হয়ে যাবে।