Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Rocky Aur Rani Ki Prem Kahani: বরফে ঢাকা পাহাড়ে ‘তুম কেয়া মিলে’ গানে রোমান্টিক আলিয়া-রণবীর

Updated :  Wednesday, June 28, 2023 4:48 PM

আলিয়া ভাট ও রণবীর সিং বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির জনপ্রিয় দুই তারকা। কারাণ জোহার পরিচালিত ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ চলতি বছরের জুলাই মাসেই মুক্তি পেতে চলেছে বড়পর্দায়। নিজের গুরু যশ চোপড়াকে সম্মান জানিয়েই কাজটি করেছেন পরিচালক। আবারো একটি বড় বাজেটের ছবি নিয়ে দর্শকদের সামনে উপস্থিত হতে চলেছেন তিনি। ছবির ট্রেলার ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে দর্শকমাঝে।

কারাণ জোহার পরিচালিত এই ছবিতে রণবীর সিং, আলিয়া ভাট ছাড়াও দেখা যাবে টলিউডের টোটা রায়চৌধুরী, বলিউডের শাবানা আজমি, জয়া বচ্চন, ধর্মেন্দ্রর মতো একাধিক প্রতিভাবান তারকাদের। তবে এই মুহূর্তে ছবির অন্যতম রোমান্টিক গান ‘তুম কেয়া মিলে’ মুক্তির পর থেকেই মিডিয়ার পাতায় ছবির পাশাপাশি চর্চিত ছবির কলাকুশলীরাও। বলাই বাহুল্য, এই মুহূর্তে অমিতাভ ভট্টাচার্যের কথায় ও প্রীতমের সুরে মুগ্ধ অধিকাংশ।

কয়েকঘন্টা আগে ‘সারেগামাপা মিউজিক’এর ব্যানারেই মুক্তি পেয়েছে আসন্ন ছবির রোমান্টিক গান ‘তুম কেয়া মিলে’। দু’ঘণ্টার মধ্যেই দশ লাখের কাছাকাছি মানুষ দেখে ফেলেছেন গানটি। দিতে শুরু করেছেন তাদের মুগ্ধতার প্রতিক্রিয়াও। গানটি গেয়েছেন বর্তমানের দুই জনপ্রিয় গায়ক-গায়িকা অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল। অরিজিৎ-শ্রেয়ার নামেই হিট হয় গান। তবে এবার তাদের কন্ঠের পাশাপাশি ধর্মা প্রোডাকশনের ম্যাজিক ও কারাণ জোহরের পরিচালনা আবারো বড়পর্দা কাঁপাতে চলেছে। সেকথা আন্দাজ করাই যাচ্ছে। আগামী ২৮’শে জুলাই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ছবিটি।

‘তুম কেয়া মিলে’ গানটি সাধারণ দর্শকদের মাঝে আলোরন সৃষ্টি করতে চলেছে। এই বিষয়ে একেবারেই নিশ্চিত ছবির পরিচালক। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, রাহা জন্মানোর ঠিক পরেই মানীশ মালহোত্রার শিফন শাড়িতে বরফের মাঝে শুটিং করতে হয়েছিল আলিয়াকে। রণবীর সিংয়ের সাথে পাহাড়ে বরফের মাঝে শুটিং করার প্রথম দৃশ্যেই রীতিমতো অসুস্থ হয়ে পড়েছিলেন আলিয়া। ঐ মুহূর্তে অভিনেত্রীকে দেখে কিছুটা হলেও ঘাবড়ে গিয়েছিলেন রণবীর। পরে অবশ্য ঠান্ডার জন্য নীচের ভ্যালিতে নেমে এসেই শুটিংয়ের কাজ সম্পূর্ণ করা হয়েছিল। আর সেই দৃশ্যে তাদের রসায়ন যে নজর কাড়ছে, সে বিষয় নিয়েও নিশ্চিত পরিচালক। ছবি নিয়ে আশাবাদীও তিনি। নিজের এই কাজ গুরু যশ চোপড়াকেই উৎসর্গ করেছেন কারাণ। একাধিকবার একাধিক সাক্ষাৎকারে ইতিমধ্যেই একথা জানিয়েছেন কারাণ। এখন শুধু ছবি মুক্তির অপেক্ষা। অপেক্ষায় সিনেমাপ্রেমীরাও।