এমনিতে সাধারণ বন্দে ভারত ট্রেনের ভাড়া সাধারণ ট্রেনের থেকে অনেকটাই বেশি। তবে আরামে ভ্রমণ করার জন্য যারা উচ্চবিত্ত মানুষ রয়েছেন তারা এই ট্রেনে সাধারণত ভ্রমণ করে থাকেন। অনেকেই নিজের সখ পূরণের জন্য এই ট্রেনে উঠেছেন আবার নিম্নবিত্তরা এই ট্রেনে চড়ার স্বপ্ন দেখছেন। কিন্তু এই বেশি ভাড়ার কারণে নিম্নবিত্তরা সবাই এই ট্রেনে সফর করতে পারেন না। এবারে তাদের জন্যই রেল আনতে চলেছে একটি বড় উদ্যোগ। রিপোর্ট অনুযায়ী এবারে সাধারণ মানুষের সাধের মধ্যেই আসতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস। এই কোচ হতে চলেছে নন এসি। তার পাশাপাশি এতে থাকবে স্লিপার ক্লাসের আসন। মূলত দূরপাল্লার যাত্রার জন্যই এই ট্রেন তৈরি করা হবে।
জানা গিয়েছে চেন্নাই এর ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরিতে এই ট্রেন তৈরি করা হবে। এই ট্রেন হবে একেবারে এসি বন্দে ভারতের মতো। নতুন ধরনের ট্রেন তৈরিতে রেলের খরচ হবে মোটামুটি ৬৫ কোটি টাকা মতো। বর্তমানে বন্দেভারত ট্রেন তৈরি করতে ১০০ থেকে ১২০ কোটি টাকা লাগে ভারতীয় রেলের। সাধারণ বন্দেভারত ট্রেনে ২৪টি করে কোচ থাকবে। এছাড়াও ট্রেনের সামনে এবং পিছনে দুটি ইঞ্জিন থাকবে।
আপনাদের জানিয়ে রাখি এই নতুন বন্দে ভারত ট্রেনে কিন্তু বর্তমান বন্দে ভারত ট্রেনের মতোই সমস্ত অত্যাধুনিক সুবিধা আপনি পাবেন। এই ট্রেন সাধারণ এক্সপ্রেস ট্রেনের থেকে দ্রুত গতিতে ছুটবে। বন্দে ভারত সাধারণ ট্রেনে বায়ো ভ্যাকুয়াম টয়লেট থাকবে। এছাড়াও প্রতিটি আসনের সঙ্গে একটি করে চার্জিং পয়েন্ট দেওয়া হবে। প্রতি কোচে সিসিটিভি ক্যামেরা দেওয়া হবে। তার পাশাপাশি এই ট্রেনের ভাড়া সাধারণ ট্রেনের মতই হতে চলেছে বলে জানিয়েছে রেল।