বিনোদনবলিউড

হরিয়ানভি নাচে ব্যাপক জনপ্রিয়তার পর এবার ডক্টর হলেন Sapna Chowdhury

রাজস্থানের এনআইএমএস বিশ্ববিদ্যালয় কর্তৃক ‘ডক্টর অফ ফিলোসফির‘ সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হয়েছে স্বপ্না চৌধুরীকে

Advertisement

বর্তমানে ইন্টারনেটে ব্যাপক জনপ্রিয় হয় হরিয়ানভি স্টেজ ড্যান্স শো। কেউ যদি এই ধরনের ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আপনি অবশ্যই স্বপ্না চৌধুরীকে চিনবেন। এক প্রকার ইন্টারনেট দুনিয়াতে সর্বদাই লাইমলাইটে থাকছেন এই তারকা। তার স্টেজ শো দেখতে ভিড় জমান প্রায় হাজার হাজার মানুষ। তবে অসাধারণ নৃত্যশিল্পী হওয়ার পর এবার ডক্টর হলেন স্বপ্না চৌধুরী। রাজস্থানের এনআইএমএস বিশ্ববিদ্যালয় কর্তৃক ডক্টর অফ ফিলোসফির সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হয়েছে স্বপ্না চৌধুরীকে। শিল্পকলার ক্ষেত্রে অসামান্য অবদানের কথা মাথায় রেখে এই বিশ্ববিদ্যালয় এই সম্মানসূচক ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।

এই প্রসঙ্গে এনআইএমএস বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান এবং চ্যান্সেলর ডঃ বলবির সিং তোমার জানিয়েছেন যে তিনি স্বপ্না চৌধুরীর আবেদন গ্রহণ করেছেন। পাশাপাশি তিনি ঘোষণা করেছেন যে স্বপ্না চৌধুরীর পাঠানো প্রতিটি রোগীকে বিনামূল্যে চিকিৎসা করা হবে এবং সর্বোচ্চ ৫০ জন শিক্ষার্থীকে বিনামূল্যে পড়ানো হবে। গত মঙ্গলবার এই বিশ্ববিদ্যালয় সংবর্ধনা ও সংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে পৌঁছেছিলেন স্বপ্না চৌধুরী। তিনি সেখানে রম্প ওয়াক করেন এবং সেইসাথে গান এবং নৃত্য পরিবেশন করে শিক্ষার্থীদের মন জয় করেন।

বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর স্বপ্না চৌধুরীর সম্বন্ধে বলেন যে তিনি তাঁর অনেক গান ও সিনেমা দেখেছেন। অনেক প্রতিকূলতা থাকা সত্ত্বেও স্বপ্না চৌধুরীর এই কঠোর পরিশ্রম এবং লড়াইকে কুর্নিশ জানিয়েছেন তিনি। আর সেই জন্য এই মহান শিল্পীকে সম্মানসূচক ডক্টর অফ ফিলোসফি উপাধিতে ভূষিত করা হয়েছে। স্বপ্না চৌধুরীকে এই সম্মানসূচক পদবী দিয়ে NIMS গর্ববোধ করছে বলেই জানিয়েছেন তিনি।

Related Articles

Back to top button