প্রিয়ামণি নামটা দর্শকদের কাছে বেশ পরিচিত। ‘দ্যা ফ্যামেলি ম্যান’ সিরিজের পর থেকে তিনি আরো বেশি পরিচিতি অর্জন করেছেন সমগ্র দর্শকমহলে। তবে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তার কম পরিচিতি নেই। একাধিক ভাষায় একাধিক জনপ্রিয় কাজ করেছেন প্রিয়ামণি। তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম ও হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি বলিউডের অন্যতম প্রথম সারির অভিনেত্রী বিদ্যা বালনের বোন তিনি। একথা অবশ্য জানেন না অনেকেই। তবে এই মুহূর্তে প্রিয়ামণির সূত্র ধরেই মিডিয়ার পাতায় পুনরায় চর্চার আলো কেড়েছেন বিদ্যা বালন।
২০১৩’তে রোহিত শেট্টির ‘চেন্নাই এক্সপ্রেস’ দিয়েই নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন প্রিয়ামণি। ‘১২৩৪ গেট অন দ্যা ডান্স ফ্লোর’ আইটেম নম্বর দিয়েই বড়পর্দায় ডেবিউ ঘটেছিল তার। শাহরুখ খানের সাথেই এই গানের তালে তাল মিলিয়ে শুরুতেই দর্শকদের নজর কেড়েছিলেন অভিনেত্রী। পাশাপাশি বলাই বাহুল্য, তিনি একজন দক্ষ অভিনেত্রী, সেকথা আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। তবে ‘দ্যা ফ্যামিলি ম্যান’এ মনোজ বাজপেয়ীয়ের বিপরীতে তার অভিনয় আবারো দর্শকদের নজর কেড়েছিল। অবশ্য সেকথা আলাদাভাবে উল্লেখ না করলেও চলবে। ভবিষ্যতে অভিনেত্রী যে আরো ভালো ভালো কাজ নিজের দর্শকদের উপহার দেবেন, তা বলাই চলে।
খুব সম্প্রতি জি ফাইভে মুক্তি পেয়েছে ‘সর্বম শক্তি মায়াম’। এই সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে প্রিয়ামণিকে। ইতিমধ্যেই পর্দায় তার অভিনয় নিয়ে প্রশংসা শুরু হয়ে গিয়েছে দর্শকমহলে। মিডিয়া সূত্রেই খবর মেলে, অভিনেত্রী পর্দায় কোনরকম কোন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে নারাজ। যেকোন ছবিতে কিংবা সিরিজে কাজ করার পূর্বে এই প্রসঙ্গেই কথা বলে নেন তিনি। আর এই কারণবশতই অভিনেত্রীর প্রতি আরো বেশি সম্মান জ্ঞাপন করেন তার ভক্তরা। কাজ বাদে নিজের পরিবারের সাথেই সময় কাটাতে পছন্দ করেন তিনি, যার একাধিক ঝলক তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখতেই মিলবে।