ট্রেনের টিকিট নিয়ে নতুন নিয়ম জারি করল Rail, খুশি কোটি কোটি যাত্রী
আপনিও যদি ট্রেনের টিকিট ট্রান্সফার করতে যাচ্ছেন, তাহলে জেনে নিন রেলওয়ের দ্বারা এই নিয়মে কি কি পরিবর্তন করা হয়েছে
ভারতীয় রেল বহু বছর ধরে ভারতের সাধারণ মানুষকে নিরন্তর পরিষেবা দিয়ে আসছে। এই রেল যোগাযোগ ব্যবস্থা ভারতে সবথেকে বড় যাত্রী পরিবহন মাধ্যম হয়ে থেকেছে বহু বছর ধরে। লক্ষ লক্ষ যাত্রী প্রতিদিন ট্রেনে করে যাতায়াত করেন। প্রতি গোষ্ঠীর মানুষ এই ট্রেন যাত্রাকে গ্রহণ করেন সানন্দে। সে গরীব হোক বা ধনী, সকলেই ট্রেনে ভ্রমণকে বেশ আরামদায়ক মনে করেন। কিন্তু, এবারে ভারতীয় রেল এই ট্রেন যাত্রা নিয়ে একটা বিশাল বড় আপডেট দিয়েছে। সম্প্রতি ট্রেনের টিকিটের বিষয়টি নিয়ে একটা বড় আপডেট এসেছে। একটা সময় পর্যন্ত টিকিট কাটলে আর সেই টিকিট কারোর নামে ট্রান্সফার করা যেত না। তবে এবারে রেল টিকিট ট্রান্সফার নিয়ে একটা বড় আপডেট নিয়ে হাজির হয়েছে। এই আপডেট আসার পরে আপনি এখন নিজের কাছের মানুষের কাছে আপনার টিকিট ট্রান্সফার করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি এই টিকিট ট্রান্সফার করবেন এবং এই পুরো পদ্ধতিটা কিরকম ভাবে কাজ করে।
কাকে দিতে পারবেন আপনার টিকিট?
রেলওয়ের নিয়ম অনুযায়ী, আপনি যদি যাত্রা না করেন, আপনার নিজে টিকিটে তাহলেই শুধুমাত্র আপনি নিজের টিকিট ট্রান্সফার করতে পারবেন। আপনি আপনার টিকিট শুধুমাত্র আপনার পরিবারের সদস্যদের যেমন বাবা-মা, ভাইবোন, ছেলে-মেয়ে বা স্ত্রীর নামে ট্রান্সফার করতে পারবেন। তবে, বন্ধুদের নামে কিন্তু টিকিট দেওয়া যাবে না।
কিভাবে ট্রান্সফার করবেন?
টিকিট ট্রান্সফার করার জন্য, প্রথমে আপনাকে সেই টিকিটের একটি প্রিন্টআউট নিতে হবে এবং সেটি নিয়ে আপনার নিকটস্থ রেলস্টেশনে যেতে হবে। যে ব্যক্তির নামে টিকিট স্থানান্তর করা হবে তার আধার কার্ডের বা যেকোনো একটি আইডি প্রুফ সঙ্গে রাখুন। এই প্রুফ দেখিয়েই আপনাকে টিকিট ট্রান্সফারের জন্য আবেদন করতে হবে।
২৪ ঘন্টা আগে করুন ট্রান্সফার
রেলওয়ের নিয়ম অনুসারে, অন্য কারো নামে টিকিট স্থানান্তরের জন্য আপনাকে অন্তত ২৪ ঘন্টা আগে আবেদন করতে হবে। আর যদি আপনাকে কোনো বিয়ে বাড়িতে যেতে হয়, তাহলে আপনাকে ৪৮ ঘণ্টা আগে আবেদন করতে হবে।
আপনি একবারই সুযোগ পাবেন
আপনাদের জানিয়ে রাখি, আপনি আপনার টিকিট একবারই ট্রান্সফার করতে পারবেন, আপনি বারবার অন্য কারও নামে টিকিট ট্রান্সফার করতে কিন্তু পারবেন না।