ব্যবসা-বানিজ্য ও অর্থনীতিToday Trending Newsদেশবিনোদন

Ration card: রেশনের জন্য লাইনে দাঁড়ানোর ঝামেলা শেষ, ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে টাকা

রাজ্যে অন্ন যোজনার অধীনে ইতিমধ্যেই ১.২৮ কোটি রেশন কার্ড সুবিধাভোগী রয়েছেন কর্নাটকে

Advertisement

অনেকেই ভারতে এমন আছেন যারা সরকারের বিনামূল্যে রেশনের সুবিধা গ্রহণ করেন। তাদেরকে অনেক সময়ে নানা রকম অতিরিক্ত সুবিধাও দিয়ে থাকে সরকার। তবে এবারে তাদের জন্য একটা বিশাল বড় সারপ্রাইজ নিয়ে হাজির হলো কর্ণাটক সরকার। কর্নাটকের সিদ্দারামাইয়া সরকার এবারে সাধারণ মানুষের জন্য একটা দারুন স্কিম নিয়ে এসেছে। এবারে যারা সরকারের অন্ন ভাগ্য যোজনার অন্তর্ভুক্ত হবেন, তাদেরকে প্রতি মাসে ১৭০ টাকা করে দেবে সরকার। মূলত দারিদ্রসীমার নিচে বসবাসকারী পরিবারকে অতিরিক্ত ৫ কেজি চালের জন্য টাকা দেওয়া হবে বলে জানিয়েছে সরকার। পরিবারের প্রধানের আধার নম্বরের সঙ্গে যুক্ত ব্যাংক একাউন্টে এই টাকা ট্রান্সফার করা হবে বলে জানিয়ে দিয়েছে কর্ণাটক সরকার।

আপনাদের জানিয়ে রাখি রাজ্যে ইতিমধ্যেই অন্ত্যদয় অন্য যোজনা অধীনে ১.২৮ কোটিরেশন কার্ড সুবিধাভোগী রয়েছেন যার মধ্যে ৯৯% আধার নম্বরের সঙ্গে যুক্ত। এছাড়াও প্রায় ৮২ শতাংশ সুবিধাভোগীর আধার কার্ডের সাথে যুক্ত ব্যাংক একাউন্ট রয়েছে। এই সুবিধাভোগীদের প্রতি কেজি ৩৪ টাকা হারে অতিরিক্ত পাঁচ কেজি চালের টাকা দেবে কর্ণাটক সরকার। ঘোষণা অনুযায়ী DBT অর্থাৎ ডিরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সুবিধাভোগীদের ব্যাংক একাউন্টে সরাসরি টাকা পাঠিয়ে দেওয়া হবে ।

তবে ২২ লক্ষ বিপিএল পরিবার এখনো পর্যন্ত এই অন্ন ভাগ্য যোজনার আওতায় আসতে পারেননি। আসলে এরা সেইসব লোক যাদের ব্যাংক একাউন্ট আধার কার্ডের সঙ্গে যুক্ত নয়, অথবা একাউন্ট আধার কার্ডের সাথে লিংক করা নেই। এই যোজনাতে বিপিএল পরিবারের প্রত্যেকটি সুবিধাভোগীকে ৫ কেজি করে চাল দেওয়া হবে বলে জানিয়েছে সরকার। এই প্রতিশ্রুতি নির্বাচনী প্রচারে কংগ্রেস ব্যবহার করেছিল। যদিও এই যোজনায় প্রতি মাসে ১০ কেজি করে চাল দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু এখন তার পরিবর্তে ১৭০ টাকা করে দেওয়া হচ্ছে। ওয়াকিবহাল মহল মনে করছে, সরকার এফসিআই এর থেকে চাল কিনতে না পারায় এই পরিবর্তন হচ্ছে।

Related Articles

Back to top button