দুর্গাপুজোর পর শীতের হওয়ায় গা ভাসাতে প্রস্তুত পুরো রাজ্যবাসী। কিন্তু শরৎ শেষ হলেও আসেনি হেমন্তকাল। সব ঋতুতেই থাবা বসাচ্ছে বর্ষা।
১৬ অক্টোবর দেশ থেকে পাকাপাকি ভাবে বিদায় নিয়েছে মৌসুমী বায়ু। কিন্তু মৌসুমী বায়ুর চলে গেলেও ক্ষান্ত হয়নি বর্ষারানী। বর্ষা এসেছে যেমন দেরিতে তেমনি যাওয়ার বেলাতেও হচ্ছে বিলম্ব। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয় যে পূর্ব দিক থেকে যে হাওয়া আসছে তাতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকছে।
আর এই পুবালী হাওয়ার জেরেই হচ্ছে বৃষ্টি। আবহাওয়া সূত্রে খবর আজও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে কলকাতাতে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও দুই ২৪ পরগনা এই জেলা গুলিতেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা।