FD-র সুদের হার বৃদ্ধি করল AXIS BANK, এবারে দারুন লাভ হবে গ্রাহকদের
প্রত্যেক গ্রাহককে এবারে নতুন হারে সুদ দিতে চলেছে ভারতের অন্যতম বড় বেসরকারি ব্যাংক অ্যাক্সিস ব্যাঙ্ক
সম্প্রতি ফিক্স ডিপোজিটের সুদের হারে পরিবর্তন করেছে ভারতের অন্যতম জনপ্রিয় বেসরকারি ব্যাংক অ্যাক্সিস ব্যাঙ্ক। বর্তমানে ভারতীয়দের কাছে টাকা জমানোর একটি অন্যতম রাস্তা হল ফিক্স ডিপোজিট। সাধারণত যারা বয়স্ক মানুষ আছেন তারা ফিক্স ডিপোজিটের সুদ ব্যবহার করে নিজেদের খরচ খরচা চালিয়ে থাকেন। বিনিয়োগকারীদের খুব সহজে নিশ্চিত রিটার্ন দিতে পারে এই ধরনের ফিক্স ডিপোজিট একাউন্ট। আর এবারে এই ফিক্স ডিপোজিটের সুদের হার বৃদ্ধি করল অ্যাক্সিস ব্যাঙ্ক।
এখন ৭ দিন থেকে ১০ বছরের ফিক্স ডিপোজিটের জন্য ৩.৫০ শতাংশ থেকে ৭.২০ শতাংশ সুদের হার অফার করছে এই ব্যাংক। ব্যাংক একাউন্ট সর্বোচ্চ আপনাকে ফিক্স ডিপোজিট এর বিনিয়োগের উপরে ৭.২০ শতাংশ সুদের হার দিচ্ছে। ১৭ জুলাই থেকে এই নতুন নিয়ম কার্যকর হয়েছে। এর ফলে যারা অ্যাক্সিস ব্যাংকে বিনিয়োগ করেন, তাদের অনেকটাই লাভ হয়েছে বলে ধরে নেওয়া যেতে পারে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এখন কত দিনের একাউন্টে কত শতাংশ সুদ দিচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক।
১. ৭ দিন থেকে ২৯ দিনের ফিক্স ডিপোজিট এর ওপরে ৩.৫০ শতাংশ সুদের হার অফার করছে এই ব্যাংক।
২. ৩০ দিন থেকে ৪৫ দিনের মেয়াদের ফিক্স ডিপোজিট এর উপরে ৩.৫০ শতাংশ সুদের হার দেওয়া হচ্ছে।
৩. ৪৬ দিন থেকে ৬০ দিনের মেয়াদে পাচ্ছেন ৪ শতাংশ সুদ
৪. ৬১ দিন থেকে ৯০ দিনের মেয়াদের উপরে পাওয়া যাচ্ছে ৪.৫০ শতাংশ সুদ।
৫. ৩ মাস থেকে ৬ মাসের মধ্যে মেয়াদের ফিক্স ডিপোজিট এর উপরে পাওয়া যাচ্ছে ৪.৭৫ শতাংশ সুদ।
৬. ৬ মাস থেকে ৯ মাসের মেয়াদের ফিক্স ডিপোজিট এর উপরে রয়েছে ৫.৭৫ শতাংশ সুদ।
৭. ৯ মাস থেকে ১ বছরের ফিক্স ডিপোজিট এর উপরে রয়েছে ৬ শতাংশ সুদ।
৮. ১ বছর ৫ দিন থেকে ১৩ মাসের ফিক্স ডিপোজিট এর উপরে পাওয়া যাচ্ছে ৬.৮০ শতাংশ সুদ।
৯. ১৩ মাস থেকে ১৬ মাসের ফিক্স ডিপোজিট এর উপরে রয়েছে ৭.১০ শতাংশ সুদ।
১০. ১৬ মাস থেকে ১৭ মাসের ফিক্স ডিপোজিট এর উপরে ৭.২০ শতাংশ সুদের হার অফার করা হচ্ছে।
১১. ১৭ মাস থেকে ২ বছরের ফিক্স ডিপোজিট এর উপরে থাকছে ৭.১০ শতাংশ সুদ।
১২. ২ বছর থেকে ৩০ মাসের ফিক্স ডিপোজিট এর উপরে পাওয়া যাচ্ছে ৭.০৫ শতাংশ হারে সুদ।
১৩. ৩০ মাস থেকে ৩ বছরের ফিক্স ডিপোজিট এর উপরে রয়েছে ৭.০০ শতাংশ হারে সুদ।
১৪. ৩ বছর থেকে ৫ বছরের ফিক্স ডিপোজিট এর উপরে দেওয়া হচ্ছে ৭% সুদ।
১৫. ৫ বছর থেকে ১০ বছরের ফিক্স ডিপোজিট এর উপরে পাওয়া যাচ্ছে ৭.০০ শতাংশ হারে সুদ।