আমাদের দেশে অর্থনৈতিকভাবে দুর্বল মানুষের সংখ্যা বিপুল। এই ধরনের লোকদের সাহায্য করার জন্য, রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সময়ে সময়ে অনেকগুলি প্রকল্প বাস্তবায়ন করে থাকে যাতে দরিদ্র মানুষের বেঁচে থাকতে কোনও সমস্যা না হয়। আসলে ভোট পাওয়ার আকাঙ্খা বা জনসেবা যাই বলুন না কেন বিভিন্ন রাজনৈতিক দল সাধারণ মানুষের জন্য একাধিক প্রকল্প নিয়ে আসছে। আজকের এই প্রতিবেদনে এমন এক প্রকল্প সমন্ধে জানাবো যাতে আপনি দরিদ্র হলে সরকারের থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পাবেন। কোথায় পাবেন বা কি নিয়ম জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
আপনাদের জানিয়ে রাখি যে দরিদ্র মানুষকে ৩০ হাজার টাকা পর্যন্ত দেওয়ার কথা ঘোষনা করেছে উত্তরপ্রদেশ সরকার। এই স্কিমের নাম “ন্যাশনাল বেনিফিট স্কিম”। এই স্কিমের অধীনে সরকার রাজ্যে বসবাসকারী দরিদ্র মানুষকে ৩০ হাজার টাকা আর্থিক সাহায্য দিচ্ছে। উত্তরপ্রদেশ সরকারের ন্যাশনাল বেনিফিট স্কিমের অধীনে, যদি কোনও গরিব পরিবারে কোনও উপার্জনক্ষম ব্যক্তি মারা যায়, তবে এই পরিস্থিতিতে সরকার সেই দরিদ্র পরিবারকে ৩০ হাজার টাকা দেয়। এই প্রকল্পের অধীনে, পরিবারের প্রধানের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
এই নিয়মের পাশাপাশি আরও কিছু বিশেষ নিয়ম রয়েছে এই স্কিম পাওয়ার জন্য। তাদের মধ্যে অন্যতম কয়েকটি হল আপনাকে গ্রামীণ এলাকার বাসিন্দা হতে হবে। পরিবারের আয় ৪৬ হাজার টাকার কম হতে হবে। এইসমস্ত মানদন্ড মানলেই উত্তরপ্রদেশ সরকার আপনাকে ন্যাশনাল বেনিফিট স্কিমের আওতায় আসবেন।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside