বর্তমান যুগে আজকের প্রজন্মের কাছে ওয়েব সিরিজ বিনোদনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। নিজেদের সুবিধামতো সময়ে নিজেদের পছন্দমতো ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেন দর্শকরা। বলাই বাহুল্য, এই মুহূর্তে একাধিক ওয়েব প্ল্যাটফর্ম রয়েছে, যারা সবসময় তাদের দর্শকদের মনের মতন সিরিজ নিয়েই হাজির থাকে মনোরঞ্জনের উদ্দেশ্যে। আর সেইসমস্ত প্ল্যাটফর্মগুলির মধ্যে ‘এএলটি বালাজি’ ও ‘জি ফাইভ’ অন্যতম।
উল্লেখ্য, বর্তমানে দর্শকমহলের একাংশ বোল্ড ওয়েব সিরিজ দেখতে বেশ পছন্দ করেন। রীতিমতো উপভোগ করেন সিরিজের প্রতিটি দৃশ্য। অনেক ক্ষেত্রে ঐতিহাসিক প্রেক্ষাপটেও সাহসী ওয়েব সিরিজ মুক্তি পায়। আর সেই সিরিজগুলির মধ্যে অন্যতম ‘জি ফাইভ’ ও ‘এএলটি বালাজি’র ‘পৌরশপুর’। এই মুহূর্তে সেই সিরিজটিই মিডিয়ার পাতায় চর্চার আলো কেড়েছে।
সচীন্দ্র ভাটের পরিচালনায় ‘পৌরশপুর’ ২০২০ সালেই এই মুক্তি পেয়েছিল ওয়েব দুনিয়ায়। ঐতিহাসিক প্রেক্ষাপটে গড়ে ওঠা এই পুরুষতান্ত্রিক সমাজের প্রতিচ্ছবি ফুটে উঠেছিল এই সিরিজে। সাহসী দৃশ্যের ক্ষেত্রে এই সিরিজে পুরুষরাই ছিলেন প্রথম সারিতে। সিরিজে চোখ রাখলেই মিলবে একাধিক বোল্ড দৃশ্যের ঝলক। বালজিৎ সিং চাড্ডা, রণবীর প্রতাপ সিং, রাজেশ ত্রিপাঠির গল্প অবলম্বনেই তৈরি হয়েছে এই সিরিজ। এই সিরিজে অনু কাপুর, মিলিন্দ সোমান, শিল্পা সিন্ডের মতো একাধিক পরিচিত তারকাদের দেখা মিলেছে। একটা গোটা সিজনে রয়েছে মোট ৭’টি টানটান উত্তেজনায় পরিপূর্ণ এপিসোড, যা এক মুহূর্তের জন্যেও দর্শকদের টিভি কিংবা ফোনের স্ক্রিন থেকে চোখ সরাতে দেবে না। কয়েকবছর পার হলেও দর্শকদের একাংশের মাঝে এই সিরিজ সাহসী ওয়েব সিরিজ হিসেবেই তালিকার প্রথম দিকে অবস্থান করছে।