Today Trending Newsকলকাতানিউজরাজ্য

Health Department: স্বাস্থ্য দপ্তরের ৬৫০০ পদে কর্মী নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার, কবে প্রকাশিত হবে বিজ্ঞপ্তি?

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে ব্যাপক কর্মী নিয়োগ হবে বলে জানা যাচ্ছে

Advertisement

পঞ্চায়েত ভোট মিটতে না মিটতেই এবার রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য চলে এলো একটা বিরাট সুখবর। এক ধাক্কায় রাজ্যের স্বাস্থ্য দপ্তরে একগুচ্ছ পদে নিয়োগ হবে বলে জানা গিয়েছে। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া চলবে বলে জানিয়েছে সরকার। যে সমস্ত পোস্ট এর জন্য নিয়োগ হবে তার মধ্যে অন্যতম হলো চিকিৎসক নার্স মেডিকেল টেকনোলজিস্ট এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী।

পঞ্চায়েত ভোট হওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন পঞ্চায়েত ভোট হয়ে গেলে একাধিক পদে চলবে নিয়োগ। মূলত স্বাস্থ্য বিভাগ এই নিয়োগ হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথা মেনেই পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে চাইছে। এর জন্য তৎপরতার সাথে কাজ চলছে বলেও জানা যাচ্ছে। এই পদগুলির মধ্যে ১৪০০ জন চিকিৎসক রয়েছেন। এর পাশাপাশি ৮৩৫ টি পদে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ করা হবে, ৪৩৫ টি পদে নিয়োগ করা হবে নার্স, বিভিন্ন কলেজের ৭৪ টি শূন্য পদে সিনিয়র লেকচারার, রিডার এবং সহযোগী অধ্যাপক নিয়োগ করা হবে।

জিএনএম নার্সিং এবং জেনারেল ডিউটি মেডিকেল অফিসার পদে বেশ কয়েকজনকে নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে। আগামী সপ্তাহের মধ্যে এই নিয়োগ সংক্রান্ত প্যানেল প্রকাশ করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সরকার। সব মিলিয়ে মোটামুটি ৬৫০০ থেকে ৭ হাজার শূন্য পদে নিয়োগ হবে বলে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড জানিয়েছে। আগস্ট মাসের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। গত কয়েক বছর ধরে বহু শূন্য পদে চাকরির জন্য যে সমস্ত যুবক-যুবতী দাবি জানিয়ে আসছেন, তাদের আশা পূরণ হবার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Related Articles

Back to top button