এই প্রকল্প যেন সোনার পাথর বাটি, FD থেকে দ্বিগুণ ঋণ দিচ্ছে পোস্ট অফিস
এই প্রকল্পটি মূলত বয়স্ক মানুষদের জন্য নিয়ে এসেছে ভারত সরকার
প্রত্যেক মানুষই নিজের বৃদ্ধ বয়সের জন্য একটা এমন পরিকল্পনা করে রাখে যাতে তার এবং তার স্ত্রীর কোন সমস্যা না হয় নিজের শেষ দিনগুলোতে। আপনিও যদি চান যে আপনাকে বৃদ্ধ বয়সে কারোর উপরে নির্ভরশীল না হতে হয় তাহলে পোস্ট অফিসের একটি দুর্দান্ত স্কিম আপনি গ্রহণ করতে পারেন। ভারতীয় ডাক বিভাগের এই দুর্দান্ত স্কিমের নাম হলো SCSS। এই প্রকল্পটি আপনাকে নিশ্চিত রিটার্নের সুবিধা দেবে। তার সাথেই আপনার টাকা থাকবে একদম সুরক্ষিত। অর্থাৎ বলতে গেলে বৃদ্ধ মানুষদের জন্য এই প্রকল্পটি হতে চলেছে একেবারে সোনার পাথর বাটির মতো। এই প্রকল্পের সম্পূর্ণ নাম হলো সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। চলুন তাহলে এই প্রকল্পের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
তথ্য অনুযায়ী কেন্দ্রীয় সরকারের এই গুরুত্বপূর্ণ স্কিমে যদি আপনি টাকা জমা করেন তাহলে ব্যাংকের ফিক্স ডিপোজিটের থেকে অনেক বেশি পরিমাণ সুদ পাবেন। এমনিতে ব্যাংকের ফিক্সড ডিপোজিটে টাকা রাখলে আপনি সর্বাধিক ৭ শতাংশ সুদ পেয়ে যান। অবশ্যই সেই সুদের হার খুব একটা খারাপ নয় কিন্তু এই পোস্ট অফিস প্রকল্পে আপনার সুদের হার বার্ষিক ৮.২ শতাংশ হতে চলেছে। অর্থাৎ দেখতে গেলে আপনার সুদের হার অনেকটা বেশি ব্যাংকের ফিক্স ডিপোজিটের তুলনায়। অর্থাৎ সবমিলিয়ে এতে যারা অর্থ জমা করেন তারা অনেকটা বেশি উপকৃত হয়ে থাকেন।
জি বিজনেস এর একটি রিপোর্ট অনুযায়ী এই সিনিয়র সিটিজেন সেভিংস প্রকল্পে তারাই বিনিয়োগ করতে পারেন যাদের বয়স ৬০ বছরের বেশি বা যারা স্বেচ্ছা অবসর গ্রহণ করেছেন। তাদেরকে এই প্রকল্পে যোগ দিতে হলে একক ভাবে ৫ লক্ষ টাকা জমা করতে হবে। এর ফলে আপনি প্রতি তৃতীয় মাসে ১০,২৫০ টাকা রিটার্ন পেয়ে যাবেন, অর্থাৎ বছরে আপনি রিটার্ন পাবেন ৪১ হাজার টাকা। আপনি যদি পাঁচ বছরের জন্য হিসাব করেন তাহলে আপনি শুধুমাত্র পোস্ট অফিসের সুদ থেকে দু লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। আপনার মূলধন থাকবে একেবারে নিরাপদ। এছাড়াও আয়কর আইন অনুযায়ী আপনি কিন্তু এই প্রকল্পের অনুযায়ী ১.৫ লাখ টাকা বার্ষিক ছাড় পেতে পারেন। অর্থাৎ সবমিলিয়ে আপনার কিন্তু লাভই লাভ যদি আপনি এই প্রকল্পে বিনিয়োগ করেন।