সম্প্রতি ভারতে টোল ব্যবস্থা নিয়ে বেশ কিছু নতুন পরিবর্তন নিয়ে এসেছে ভারতের কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন দপ্তর। কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রী নীতিন গড়করি সারাদেশে টোল ট্যাক্স নিয়ে আরো একটি নতুন পরিবর্তনের পরিকল্পনা করছেন। এর ফলে এবারে মহাসড়ক এবং এক্সপ্রেসওয়েতে চলাচলকারী যানবাহনের চালকদের অনেক বেশি সুবিধা হতে চলেছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। কেন্দ্রীয় সরকার এবারে ব্যারিয়ারলেস টোল কালেকশন চ্যানেল স্থাপন করতে চলেছে প্রত্যেকটি টোল প্লাজাতে। এই প্রণালী অনুযায়ী এবার চালকদের টোল বুথে শুধুমাত্র ৩০ সেকেন্ড অপেক্ষা করতে হবে। তাহলেই চালকরা গাড়ি নিয়ে এগিয়ে যেতে পারবেন এবং তাদের টোল ট্যাক্স নিয়ে নেওয়া হবে।
কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রী নীতিন গড়করি বুধবার এই সম্পর্কে একটি বক্তব্য রেখেছেন যাতে তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার এবারে ব্যারিয়ারলেস টোল সংগ্রহ প্রণালী চালু করতে চলেছে এবং খুব শীঘ্রই এর টেস্টিং শুরু করতে চলেছে। টেস্টিং যদি সফল হয়ে যায় তাহলে খুব দ্রুত সমস্ত জায়গায় এই টোল প্রণালী চালু করে দেওয়া হবে। সবকিছু ঠিকঠাক থাকলে এই বছর নাগাদ এই নতুন প্রণালী চালু হয়ে যাবে প্রত্যেকটি টোল প্লাজাতে। ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় এই টেস্টিং শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে ভারত সরকারের তরফ থেকে।
এই নতুন প্রণালী তে একটি ক্যামেরা টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে পরিষ্কার হয়ে যাবে, সেই গাড়িটি কতটা দূরত্ব অতিক্রম করে টোল প্লাজা অবধি এসেছে। নীতিন গরকরি জানিয়েছেন, এই যোজনা শুরু হয়ে গেলে তারপর নতুন ব্যবস্থা শুরু হবে। সর্বাধিক ৩০ সেকেন্ড থেকে ৩৫ সেকেন্ডের মধ্যে যেকোনো গাড়ি টোল প্লাজা দিয়ে বেরিয়ে যেতে পারবে বলে জানিয়েছেন নীতিন গড়করি। এর ফলে একদিকে যেমন টোল প্লাজাতে যানজট কমবে, তেমনি লাভ হবে সাধারণ গাড়ি চালকদের।