ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Dearness allowance : এক ধাক্কায় ৯ শতাংশ বাড়লো মহার্ঘ ভাতা, এবারে সরকারের তরফ থেকে দারুণ উপহার পেলেন এই রাজ্যের কর্মচারীরা

সম্প্রতি মধ্যপ্রদেশের রাজ্য সরকারের তরফ থেকে এই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে

Advertisement

ষষ্ঠ বেতন কমিশনের বেতন স্কেল অনুযায়ী রাজ্য সরকারের কর্মচারীরা এবারে পাবেন অতিরিক্ত ৯ শতাংশ মহার্ঘ ভাতা। সম্প্রতি মধ্যপ্রদেশ রাজ্যের রাজ্য সরকারের তরফ থেকে জারি করে দেওয়া হয়েছে এই বিশেষ নির্দেশিকা। আদেশ অনুসারে এবার ১ জানুয়ারি ২০২৩ থেকে এই নতুন মহার্ঘ ভাতা কার্যকর হবে। নতুন মহার্ঘ ভাতা অনুযায়ী এবারে ২১২ শতাংশ নয় বরং ২২১ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন সেই রাজ্যের কর্মচারীরা। অন্যদিকে, ১ জুলাই ২০২৩ থেকে বর্ধিত মহার্ঘ ভাতার সুবিধা পাবেন শাসক দলের কর্মচারীরাও।

ষষ্ঠ বেতন কমিশন অনুসারে ১ জানুয়ারি থেকে ৩০ জুন ২০২৩ পর্যন্ত যে মহার্ঘ ভাতা হয় সেই টাকা এরিয়ার হিসেবে দেওয়া হবে। এই টাকা তিনটি সমান কিস্তিতে দেওয়া হবে। এই তিনটে কিস্তি হল অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর ২০২৩। অন্যদিকে, জুলাই মাস থেকে বেতনের সঙ্গেই দেওয়া হবে মহার্ঘ ভাতা। তার পাশাপাশি একই সাথে বেড়েছে অবসরপ্রাপ্ত কর্মচারীদের মহার্ঘ্য ত্রাণ।

তবে হ্যাঁ মহার্ঘ ভাতা কে বেতনের সঙ্গে গুলিয়ে ফেলা যাবে না কোনোভাবেই। মহার্ঘ ভাতা সম্পূর্ণ একটি আলাদা জিনিস এবং মূলত রাজ্য সরকার নিজস্ব কর্মীদের জন্য এই মহার্ঘ ভাতা দিয়ে থাকে। যদি কোন সময়ে সেই রাজ্যের মূল্য বৃদ্ধি বেশি হয়, তাহলে সেক্ষেত্রে মহার্ঘ ভাতা বৃদ্ধি পায় রাজ্য সরকারি কর্মচারীদের। তবে মহার্ঘ ভাতা নির্ধারণ করার অধিকার রয়েছে শুধুমাত্র রাজ্য সরকারের। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নির্ধারণ করে কেন্দ্রীয় সরকার। তবে কেন্দ্রীয় সরকার কোনভাবেই রাজ্য সরকারের কর্মীদের মহার্ঘ ভাতা দেবে না।

Related Articles

Back to top button