ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ভারতের বাজারে আসছে Honda Activa ইলেকট্রিক, একবার চার্জ দিলেই পাবেন দারুন রেঞ্জ

এই ইলেকট্রিক স্কুটার ভারতের বাজারে মূলত Ola কে টক্কর দিতে আসছে

Advertisement

আমরা সবাই জানি ইলেকট্রিক স্কুটারের চাহিদা আজকাল বাজারে কতটা বেশি। এমন পরিস্থিতিতে ওলা ইলেকট্রিক স্কুটারের চাহিদা নতুন করে বাড়তে শুরু করেছে। Ola নতুনভাবে আবার মার্কেটে প্রভাব বিস্তার করতে শুরু করে দিয়েছে। এখনকার দিনে এই মার্কেটে বেশ প্রতিযোগিতা থাকলেও, Ola এর Ola S1 এর মার্কেটে ভালো চাহিদা রয়েছে। এমন পরিস্থিতিতে নতুন একটি ইলেকট্রিক স্কুটার আনার প্রস্তুতি নিচ্ছে হোন্ডা।

সম্প্রতি TVS, Ather এবং অন্য সব কোম্পানি ওলা থেকে অনেক পিছিয়ে। এমন পরিস্থিতিতে ওলার সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্কুটারের সঙ্গে পাল্লা দিতে আসছে হোন্ডার অ্যাক্টিভা ইলেকট্রিক স্কুটার। এটি বাজারে লঞ্চ হতে চলেছে। আসুন আমরা আপনাকে এটি সম্পর্কে বিস্তারিত বলি।

আপনাদের জানিয়ে রাখি, যে হোন্ডার ইলেকট্রিক স্কুটারটি ক্রমাগত আলোচনায় থাকে। আপনারা হয়তো অনেকেই জানেন, Honda কোম্পানি এখনও ইলেকট্রিক সেগমেন্টে একটিও টু-হুইলার লঞ্চ করেনি। তবে এবারে, কোম্পানি তার সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্কুটার Activa-এর ইলেকট্রিক ভেরিয়েন্ট লঞ্চ করতে চলেছে। একটি রিপোর্ট অনুযায়ী, কোম্পানি আগামী বছরের মধ্যে Activa ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে। আপনি বাজেটের মধ্যেই এই স্কুটারে লুক, ফিচার, ব্যাটারি এবং রেঞ্জ সবকিছুই পাবেন।

শুধু Honda নয়, TVS Motorও তার জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার iQube-এর পর আরও একটি নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই স্কুটারটির নাম দেওয়া হয়েছে Creon। কোম্পানি সূত্রে খবর, এই ইলেকট্রিক স্কুটারটি একবার চার্জে ১০০ কিলোমিটার পর্যন্ত চলে।

Related Articles

Back to top button