বর্তমান যুগে বেকারত্বের হার বাড়ছে দিন দিন। একটা ভালো চাকরি পাওয়া এখন দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। শিক্ষিত হলেও চাকরি পাওয়া এখন অনিশ্চয়তার অতল গভীরে বিলীন। তবে এই পরিস্থিতিতে যদি বাড়িতে বসেই কোন কাজের সুযোগ পাওয়া যায় এবং তার থেকে মাসে যদি ১৭ হাজার টাকা উপার্জন করা যায় তাহলে, তা মন্দ হয় না। তেমনি চাকরির অফার দিচ্ছে আমূল ডায়েরি। এই নিবন্ধের সূত্র ধরেই সেই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করা হল।
আবেদন করার উপায়-
১) প্রথমেই আমুল ডায়েরির অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকতে হবে।
২) এরপর হোম পেজে ক্লিক করতে হবে।
৩) এরপর এপ্লাই নাও’তে যেতে হবে।
৪) এবার নিজের মেল আইডির মাধ্যমে নিজের নামে একটি অ্যাকাউন্ট খুলতে হবে।
৫) অ্যাকাউন্ট খোলার পর নিজের সমস্ত তথ্য দিতে হবে পরপর।
৬) এরপর আসবে আবেদন পত্র।
৭) আবেদন পত্রে প্রয়োজনীয় সমস্ত তথ্য ও নথি ভালোভাবে দেখে শুনে দিয়ে দিতে হবে।
৮) এবার বাড়ি থেকে কাজ করার অপশনটি নির্বাচন করে নিতে হবে।
এই উপরিউক্ত ৮’টি কথা মাথায় রাখলেই চাকরির জন্য আবেদনপত্র জমা করতে পারবেন যে কেউ। উল্লেখ্য, দ্বাদশ শ্রেণী পাস করলেই আবেদন করা যাবে এই চাকরির জন্য।
প্রয়োজনীয় নথি-
১) আধার কার্ড
২) প্যান কার্ড
৩) দ্বাদশ শ্রেণীর মার্কশিট
৪) ডিজিটাল সই
৫) বর্তমান পাসপোর্ট সাইজের ছবি
৬) সক্রিয় ফোন নম্বর
৭) সক্রিয় ইমেল আইডি
৮) সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর
উল্লেখ্য নথিগুলি বর্তমান থাকলেই আমুল ডায়েরির এই চাকরির জন্য আবেদন করা সম্ভব। এই পদে যদি চাকরি মেলে, তবে মাসে ১২ থেকে ১৭ হাজার টাকা পর্যন্ত আয় হবে বলেই তথ্য মিলছে। উল্লেখ্য, যে সমস্ত যুবক-যুবতীরা এখনো চাকরি খুঁজছেন তাদের জন্য এ এক বড় সুযোগ। দেরি না করে এখনই চলে যান আমুল ডায়েরির অফিসিয়াল ওয়েবসাইটে।