ব্যবসা-বানিজ্য ও অর্থনীতিদেশনিউজরাজ্য

Bank Rules: পরিবর্তন হচ্ছে ব্যাংকের সবথেকে বড় নিয়ম, সমস্যায় পড়বেন কোটি কোটি গ্রাহক

এই নিয়ম পরিবর্তনের সরাসরি প্রভাব পড়বে ব্যাংকের সাধারণ কর্মীদের উপরেই

Advertisement

আজকের দিনে চলতে হলে, আপনার অবশ্যই ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট থাকতে হবে। আপনি অবশ্যই কোনও লেনদেনের জন্য বা অন্য কোনও কাজের জন্য ব্যাঙ্কে আসা-যাওয়া করেছেন বিগত কয়েকদিনের মধ্যে। কিন্তু এখন ব্যাঙ্ক সংক্রান্ত যে কোনও কাজ করার সময় আপনাকে একটু সতর্ক থাকতে হবে। আপনাদের জানিয়ে রাখি, এবারে ব্যাংকের নিয়মে পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। তবে, ব্যাংকের নিয়মে এই পরিবর্তনের সম্ভাবনা থাকলেও ব্যাংকের কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরাই এই সুবিধা ভোগ করবেন। আর, ব্যাংকের গ্রাহকরা অবশ্যই সমস্যায় পড়বেন। এই বিষয়টি দীর্ঘদিন ধরে বিবেচনা করা হচ্ছে। ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (আইবিএ) এটি অনুমোদন করলেও, এখনো এই প্রস্তাবটি অর্থ মন্ত্রকের কাছে রয়েছে।

মিডিয়া রিপোর্ট থেকে জানা গেছে যে ব্যাঙ্ক কর্মীরা মাসের প্রতি শনিবার এবং রবিবার ছুটি চান। বর্তমানে তারা দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ছুটি পাচ্ছেন। তবে আগামী সময়ে তৃতীয় ও প্রথম শনিবারও ব্যাঙ্ক ছুটি থাকতে পারে। এ প্রস্তাব অর্থ মন্ত্রণালয় পাস হলে ব্যাংকগুলোতে ৫টি কার্যদিবসের নিয়ম কার্যকর হবে। তবে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন সপ্তাহে ২ দিন ছুটি দাবি করছে এবং এই ছুটির আবেদন এই অ্যাসোসিয়েশন অনুমোদনও করেছে।

সম্প্রতি ২৮শে জুলাই সমস্ত ব্যাঙ্ক কর্মচারী এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের একটি সভা অনুষ্ঠিত হয়। এই বৈঠকেই সপ্তাহে ৫টি কার্যদিবস এবং সপ্তাহে দুটি ছুটির বিষয়টি অনুমোদিত হয়েছে। এর পর অর্থ মন্ত্রণালয়ের কাছে এই প্রস্তাব পাঠিয়েছে আইবিএ। এ বিষয়ে আইবিএ প্রস্তাবটি অনুমোদন পাবে বলে আশাবাদী। এটি অনুমোদনে সরকারেরও কোনো সমস্যা হওয়ার কথা নয়।

কাজের সময় বৃদ্ধি পাবে

ব্যাংকগুলোর ছুটির পাশাপাশি আরেকটি প্রস্তাবও রাখা হয়েছে, যাতে বলা হয়েছে সপ্তাহে দুই দিন ছুটি থাকলে ব্যাংকগুলোর কাজের সময় বাড়বে। প্রস্তাবটি অনুমোদন হলে ব্যাংকগুলো সোমবার থেকে শুক্রবার কাজ করলেও কাজের সময় ৪৫ মিনিট করে বাড়বে। সেই সময় বাড়বে সকালে। অর্থাৎ সকালে ৯:১৫ থেকেই ব্যাংক খুলে যাবে এবং সেই সময় থেকেই সমস্ত কাজ শুরু হবে।

Related Articles

Back to top button