Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Indian Railway: ভারতীয় রেলের মিডল বার্থ পেলে মানতে হয় অনেক নিয়ম, না জানলে হতে পারে বড় জরিমানাও

Updated :  Saturday, August 12, 2023 6:47 PM

ট্রেনের টিকিট বুকিংয়ের সময় যাত্রীদের অপশন দেওয়া হয় যে তাঁরা কোন বার্থে ভ্রমণ করতে চান। এতে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে যাত্রীরা আপার ও লোয়ার বার্থ বেছে নেন। মিডল বার্থ খুব একটা পছন্দ হয় না সকলের। এরজন্য দায়ী রেলওয়ের একটি নিয়ম। সেই নিয়মের জন্য যাত্রীদের কাছে অপছন্দের এই মিডল বার্থ। আপনি কি জানেন সেই নিয়ম? না জানা থাকলে অবশ্যই জেনে নিন যদি আপনি প্রায় এক্সপ্রেস ট্রেনে করে ভ্রমন করে থাকেন।

যাত্রার সময় আপনি নিশ্চয়ই দেখেছেন যে ট্রেনের একটি অংশে লোয়ার বার্থ, মিডল বার্থ, আপার বার্থ, সাইড আপার বার্থ এবং সাইড লোয়ার বার্থ দেওয়া আছে। এর মধ্যে, আপনি চাইলেও একটি নির্দিষ্ট সময়ের আগে এবং পরে মিডল বার্থে ঘুমাতে বা বসতে পারবেন না। কারণ ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, একজন মিডল বার্থ যাত্রী তার বার্থে রাত ১০টার আগে এবং সকাল ৬টার পর ঘুমাতে পারবেন না। রাত ১০টার পর থেকে সকাল ৬টা পর্যন্ত তিনি তার আসনে ঘুমাতে পারেন।

এমন পরিস্থিতিতে যাত্রীরা দিনের বেলা ক্লান্ত হয়ে ঘুমাতে চাইলেও রাত ১০টা পর্যন্ত ট্রেনে বসে কাজ করতে হয়। অন্যদিকে, তিনি যদি রেলের এই নিয়ম না মানেন, তাহলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে রেলওয়ের পক্ষ থেকে। এমনকি এই সময় নিয়ে রেলওয়ে এতটাই কঠোর যে টিটিও রাতের বেলা ট্রেনের যাত্রীদের টিকিট পরীক্ষা করতে পারেন না।