দরিদ্রসীমার উপরে বসবাসকারী পরিবারগুলোর জন্য রেশন থেকে সস্তার চাল, গমের বরাদ্দ নেই আর। ফলে প্রয়োজনীয়তা ফুরিয়েছে চিরাচরিত রেশন কার্ডের। এর পরিবর্তে স্বচ্ছল পরিবারগুলোকে দেওয়া হবে ভর্তুকিহীন রেশন কার্ড, যা কিনা পরিচয়পত্র হিসেবে কাজে দেবে, এমনটাই জানিয়েছে খাদ্য দপ্তর। একই সাথে এই কার্ডের সাহায্যে গণবন্টন বহির্ভূত গৃহস্থালীর বিভিন্ন জিনিসপত্র কেনার ক্ষেত্রে কিছুটা ছাড় পাওয়া যাবে বলে জানা গিয়েছে।
নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবারগুলো এই বিশেষ রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন আগামী মাস থেকেই। খাদ্য দপ্তর সূত্রে জানা গেছে, আগামী ৫ নভেম্বর থেকে ভর্তুকিহীন রেশন কার্ডের জন্য আবেদন গ্রহণ করা শুরু হবে। এর জন্য যে ১০ নং ফর্মটি পূরণ করতে হবে, তা পাওয়া যাবে সংশ্লিষ্ট রেশন দোকান ও খাদ্য দপ্তরের অফিসে।