Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভুয়ো রেল অ্যাপের মাধ্যমে প্রতারিত হচ্ছে মানুষ, IRCTC জারি করেছে সতর্কতা, জানুন কীভাবে নিজেকে রক্ষা করবেন

খুব সম্প্রতি কেরালার মোহাম্মদ বাসির নামের এক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে চার লাখ টাকা জালিয়াতি করেই তুলে নেওয়া হয়েছে। এই মুহূর্তে দিশেহারা সেই ব্যক্তি। কিভাবে হল সেই জালিয়াতি ! জানা…

Avatar

খুব সম্প্রতি কেরালার মোহাম্মদ বাসির নামের এক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে চার লাখ টাকা জালিয়াতি করেই তুলে নেওয়া হয়েছে। এই মুহূর্তে দিশেহারা সেই ব্যক্তি। কিভাবে হল সেই জালিয়াতি ! জানা যাচ্ছে, টিকিট বাতিল করার জন্য এই ব্যক্তি রেলওয়ের একটি ওয়েবসাইটে ঢোকেন। তবে সেই ওয়েবসাইটটি ছিল ভুয়ো। ঐ ওয়েবসাইটে ঢোকা মাত্রই তার কাছে একটি ফোন আসে। ফোনের মাধ্যমে তাকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়েছিল। অ্যাপটির নাম ‘রেস্ট ডেস্ক’। এই অ্যাপের সূত্র ধরেই ঐ জালিয়াতরা মোহাম্মদ বাসিরের ফোনে প্রবেশ করেন। এমনকি তার কাছ থেকে তার ব্যাঙ্কের সমস্ত তথ্যও নিয়ে নিয়েছিলেন তারা। এরপর তারা ঐ ব্যক্তির সেভিংস ও এফডি অ্যাকাউন্ট থেকে কিছু কিছু করে প্রায় চার লক্ষ টাকা জালিয়াতি করে নেন।

আইআরসিটিসি-র তরফ থেকে ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করা হয়েছে। তাদের তরফ থেকে জানানো হয়েছে, ভুয়ো রেল অ্যাপের মাধ্যমে গ্রাহকদের সাথে জালিয়াতি করছেন জালিয়াতরা। আইআরসিটিসি রেল কানেক্ট অ্যাপের মাধ্যমেই চলছে বড়সড় জালিয়াতি। তারা নিজেদের বার্তায় স্পষ্টভাবে সকলকে জানিয়েছেন, গ্রাহকরা যেন শুধুমাত্র অফিসিয়াল আইআরসিটিসি রেল কানেক্ট অ্যাপই ব্যবহার করেন। গুগাল প্লে স্টোর কিংবা অ্যাপেল স্টোর থেকেই শুধুমাত্র ডাউনলোড করা যায় এই অ্যাপ। অন্য কোন লিংক বা ওয়েবসাইটের মাধ্যমে যেন কোন ধরনের অ্যাপ ডাউনলোড করা না হয়। উল্লেখ্য, কোন সমস্যা হয় তবে care@irctc.co.in -এই নিজেদের সেই সমস্যার কথা জানাতে হবে। অথবা আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইটে (www.irctc.co.in) দেওয়া নম্বরগুলিতে ফোন করে নিয়ে কথা বলতে হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

উল্লেখ্য, এর আগেও এমন ধরনের প্রতারণামূলক ঘটনা ঘটেছে। আর তার জন্য জারি করা হয়েছিল সতর্কতাও। এক্ষেত্রে, কোন মূল্যেই কোন ব্যক্তিগত তথ্য কিংবা ব্যাঙ্কের তথ্য চাওয়া হয় না ওয়েবসাইটের তরফ থেকে। তবে আবারো কেরালা নিবাসী মোহাম্মদ বাসিরের সাথে প্রতারণা হওয়ায় নড়েচড়ে বসেছে সকলেই। আর এই ঘটনা প্রকাশ্যে আসার পরই আবারো আইআরসিটিসির তরফ থেকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে সকলের উদ্দেশ্যে। উল্লেখ্য, পুলিশি তদন্তে জানানো হয়েছে কেরালার ঐ ব্যক্তির সাথে যে ঘটনা ঘটেছে, তা খুব সম্ভবত পশ্চিমবঙ্গ কিংবা বিহারের কোন জালিয়াতি দলই ঘটিয়েছে।

About Author