আর মাত্র কয়েক ঘন্টা বাকি তারপর মহারাষ্ট্রে ও হরিয়ানায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ গ্রহণ পর্ব শুরু হবে যথাক্রমে ২৮৮টি ও ৯০ টি আসনে। আর এই দুই রাজ্যেও প্রচারে কোনো অংশে পিছিয়ে নেই বিজেপি। বিজেপি রীতিমতো দাপিয়ে প্রচার করেছে। শেষ দিন প্রচারে নেমেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মোদী হরিয়ানায় এবং অমিত শাহ মহারাষ্ট্রে প্রচার চালালেন।
ইতিমধ্যেই ভোটকর্মীরা নিয়ে বুথে বুথে রওনা হয়েছেন ইতোমধ্যে EVM ও VVPAT নিয়ে। মহারাষ্ট্রে মোট ৩ হাজার ২৩৭ জন প্রার্থী এবং মোট ১ হাজার ১৬৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারন হবে।
এছাড়া আগামীকাল সোমবার বিভিন্ন রাজ্যের উপনির্বাচন হবে মোট ৬৪ টি আসনে। কমিশন থেকে জানানো হয়েছে,‘ দুই রাজ্যে যাতে ভোটপর্ব সুষ্ঠভাবে ভাবে তার জন্য কড়া নিরাপত্তা ব্যাবস্থা গড়ে তোলা হবে। বিশেষ নির্বাচনী দল প্রতিটি জেলায় নজরদারি চালাবে’। ভিভিপ্যাটের গনণার সংখ্যার সঙ্গে মেলানো হবে প্রতিটি বিধানসভা আসনে প্রতি পাঁচটি ইভিএম এটি জানানো হয়েছে, কমিশনের তরফে।
এরকম সমস্ত আপডেট পেতে ওপরের ডান দিকের ফলো অপশনে ক্লিক করুন