ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Aadhaar Card: কিভাবে ফ্রিতে আধার কার্ড আপডেট করবেন? জেনে নিন পুরো ব্যবস্থাটা

ভারতের অনন্য সনাক্তকরণ নথি আধার নিয়ে মাঝেমধ্যেই বিতর্ক হয়

Advertisement

ভারতের সনাক্তকরণ কর্তৃপক্ষ মাঝে মধ্যেই আধার কার্ড সম্পর্কে নানা রকমের তথ্য শেয়ার করে। আধার কার্ড সম্পর্কিত বেশ কিছু সুবিধা রয়েছে যা আপনি একেবারে বিনামূল্যে পেয়ে থাকেন এবং এর জন্য কোন অর্থের প্রয়োজন হয় না। সমস্ত আধার নম্বর ধারককে তাদের ডেটার যথার্থতা নির্ধারণ করার জন্য তালিকাভুক্তির তারিখ থেকে প্রতি ১০ বছরে অন্তত একবার আধার কার্ড আপডেট করতে বলা হয়। যদি আপনি আধার কার্ড আপডেট না করেন তাহলে আপনাকে সমস্যার মধ্যে পড়তে হতে পারে। মাই আধার পোর্টালে বিনামূল্যে এই আধার কার্ড আপডেট করতে পারেন। তবে আপনার অবশ্যই জানা উচিত আধার কার্ড আপডেট করার জন্য কিন্তু কোন রকম টাকা লাগেনা।

তালিকাভুক্তি ফরম পূরণ করা জনসংখ্যাগত এবং বায়োমেট্রিক ডেটা সরবরাহ করা, সব ক্ষেত্রেই আধার কার্ড প্রয়োজনীয়। তালিকাভুক্তি আইবি সম্বলিত স্লিপ সংগ্রহ করার আগে আপনার পরিচয় এবং ঠিকানা নথি জমা দিতে হবে আপনাকে। আপনার এই নথি একেবারে বিনামূল্যে আপডেট হয়ে যাবে। কিন্তু যদি আপনি সঠিকভাবে আপডেট করাতে চান তাহলে যে কোন অনুমোদিত আধার তালিকাভুক্তি কেন্দ্রে আপনাকে যেতে হবে।

আধার সম্পর্কে ইউআইডিএআই জানিয়েছে আধারে দেওয়া তথ্য প্রতি ১০ বছর পর পর আপডেট করতে হবে আপনাকে। নেটিজেন্দের জন্য আধার কার্ড নথি বিনামূল্যে আপডেট করার সুবিধা শুরু করেছে ইউআইডিএআই। আধার কার্ড নথি বিনামূল্যে আপডেটের সময়কাল ইতিমধ্যেই বৃদ্ধি করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যেকোনো চার্জ ছাড়াই তাদের রাধার নথি আপডেট করতে পারেন সবাই। ১৪ জুন পর্যন্ত এই সময়কাল ছিল আগে। তবে এই মুহূর্তে এই বিনামূল্যের সুবিধাটি একচেটিয়া ভাবে মাই আধার পোর্টালে উপলব্ধ রয়েছে। তবে আপনি যদি আধার কেন্দ্রে গিয়ে কাজটি করান তাহলে আপনাকে ৫০ টাকা দিতে হবে।

Related Articles

Back to top button