ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Electric car: ইলেকট্রিক গাড়ি কিনতে চান, টাটা নিয়ে আসছে তাদের নতুন ৩টি ইলেকট্রিক গাড়ি, থাকবে সস্তায় দারুন দারুন ফিচার

আপনার যদি ইলেকট্রিক গাড়ি কেনার একটা ইচ্ছা থাকে তাহলে আপনি এই গাড়ি কিনে সেই ইচ্ছা পূরণ করতেই পারেন

Advertisement

দেশের সবথেকে বড় ইলেকট্রিক গাড়ি নির্মাতা সংস্থার টাটা মোটরস আবারো বাজার কাঁপাতে আসতে চলেছে তাদের নতুন ইলেকট্রিক গাড়ি নিয়ে। সম্প্রতি বাজারে আসতে চলেছে টাটা কোম্পানির তিনটি নতুন ইলেকট্রিক গাড়ি যেখানে আপনি আরো ভালো রেঞ্জ এবং প্রযুক্তি পেয়ে যাবেন। এর মধ্যে দুটি গাড়ি এমন যেখানে রয়েছে পাঁচ তারা নিরাপত্তা রেটিং। আমরা যে তিনটি গাড়ির কথা বলতে চলেছি সেগুলি হল Tata Nexon ev, Tata Punch Ev, Tata Curvv Ev। এই তিনটি গাড়িরই একটা নিজস্ব বিশেষত্ব রয়েছে এবং মানুষের চাহিদার কথা মাথায় রেখে এই গাড়ি তিনটি তৈরি করা হয়েছে। তার পাশাপাশি এই গাড়ির নকশাও অত্যন্ত ফিউচারিস্টিক।

Nexon EV Facelift: নেক্সনের বৈদ্যুতিক ভেরিয়েন্টের ফেসলিফ্ট মডেল, টাটা-র সর্বাধিক বিক্রিত এবং সর্বাধিক বিক্রিত গাড়ির তালিকায় এক নম্বরে আছে। এই গাড়িটি এই বছরেই লঞ্চ হতে পারে৷ নেক্সনের ICE মডেলের ফেসলিফ্ট সেপ্টেম্বরে লঞ্চ করা হবে এবং শীঘ্রই নেক্সন ইভি ফেসলিফ্ট লঞ্চ করা হবে। কোম্পানি গাড়ির ডিজাইনেও অনেক পরিবর্তন করেছে এবং এটি তাদের কনসেপ্ট কার কার্ভের প্ল্যাটফর্মে তৈরি করা হচ্ছে। তার সাথে সাথেই এই নতুন গাড়িতে বেশ কিছু নতুন পরিবর্তন আসতে চলেছে। সাধারণ নেক্সন গাড়ির তুলনায় এই গাড়ি দেখতে অনেকটা অন্যরকম হবে। ইন্টেরিয়র ডিজাইন অনেকটা পাল্টে যাবে এই গাড়ির। গাড়িতে মোটর এবং ইঞ্জিন এর বিশেষ কোনো পরিবর্তন আনা হয়নি। তবে এই নতুন গাড়ির রেঞ্জ অনেক বেশি হবে।

Tata Punch EV: ভারতে আর কিছুদিনের মধ্যেই লঞ্চ হতে চলেছে নতুন Tata Punch EV। এই নতুন গাড়িতে আপনারা পাবেন একাধিক নতুন নতুন ফিচার। টাটার এই নতুন গাড়িটিতে একটি নতুন ধরনের চার্জিং স্লট ব্যবহার করা হবে যা এর আগে অন্যান্য বৈদ্যুতিক গাড়িতে ব্যবহার করা হয়নি। এছাড়াও এই গাড়িতে ট্রাই অ্যারো এলিমেন্ট থাকবে বলে মনে করা হচ্ছে।

টাটার এই নতুন ইলেকট্রিক গাড়িতে আপনারা পেয়ে যাবেন অ্যালয় হুইল। তবে, এই নতুন গাড়িটির এই চাকা দেখতে অনেকটা টাটার টিয়াগো গাড়িটির মত। ম্যানুয়ালের পরিবর্তে থাকবে ইলেকট্রনিক পার্কিং ব্রেক। এছাড়া অত্যাধুনিক ইন্সট্রুমেন্ট ক্লাস্টার থাকতে পারে এই গাড়িটিতে। এখানেই এই ইভি সম্পর্কিত যাবতীয় তথ্য ভেসে উঠবে। ইনফোটেনমেন্ট স্ক্রিনের আকার হবে ৭-ইঞ্চি। তবে, এই গাড়ির ইঞ্জিন নিয়ে বেশি কিছু এখনো জানা যায়নি। তবে হ্যাঁ, অন্যান্য ইলেকট্রিক গাড়ির তুলনায় যে এই ইঞ্জিন অনেকটা বেশি শক্তিশালী হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না।

Tata Curvv: অটো এক্সপোর সময়, টাটা একটি চমৎকার ডিজাইন করা গাড়ি প্রদর্শন করেছিল। এই গাড়িটির নাম ছিল কার্ভ। সেই সময়ে এটি শুধুমাত্র একটি ধারণামূলক গাড়ি হিসেবে প্রদর্শন করা হয়েছিল। কিন্তু এবারে খবর আসছে যে ২০২৪ সালের মধ্যে কোম্পানি ভারতে কার্ভের ICE এবং EV মডেল লঞ্চ করবে। এটি হবে কোম্পানির সবথেকে প্রিমিয়াম সেগমেন্টের EV এবং আসন্ন গাড়িগুলির মধ্যে সবচেয়ে উন্নত প্রযুক্তিতে সজ্জিত হবে এই গাড়িটি।

Related Articles

Back to top button