বীরভূমের নানুর এ সিপিএম নেতা সুভাষ চন্দ্র দে এর হত্যাকাণ্ড উঠে এল চাঞ্চল্যকর তথ্য। সুভাষ বাবুর হত্যাকাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। পুলিশের দাবি অবৈধ সম্পর্কের জেরে এই খুন করা হয়েছে। জানা গেছে সোনালী বিবির সঙ্গে সুভাষ বাবুর বহির্ভুত সম্পর্ক ছিল।
গত ১৮ তারিখ থেকে নিখোঁজ সুভাষচন্দ্র দে। গনহত্যার মামলার কারণে ছয় বছর জেলেও ছিলেন তিনি। তারপর তিনি মুক্তি পান। পুলিশ জানিয়েছে, সোনালী বিবির স্বামী মতিউর শুক্রবার রাতে দেরি করে বাড়ি ফেরেন, এবং তার অনুপস্থিতির কারনে সুভাষচন্দ্রকে তার ঘরে উপস্থিত দেখে সন্দেহ প্রকাশ করে। তারপর সোনালী বিবির সামনে সুভাষ চন্দ্রের মাথায় রড দিয়ে বাড়ি মেরে তাকে খুন করে। তারপর সেই দেহ টুকরো টুকরো করে দুটি ব্যাগের মধ্যে ঢুকিয়ে একটি ব্যাগ বাঁশবাগানে ফেলে দেয়। আরেকটি ব্যাগ ৯ কিলোমিটার দূরে অজয় নদীর সামনে ফেলে আসে।