TVS X electric scooter: টিভিএসের এই সস্তা ইলেকট্রিক স্কুটারে আপনি পাবেন এমন কিছু ফিচার, আপনি হয়তো আগে দেখেননি

দুই চাকার যানবাহনের জগতে টিভিএস ভারতের সবথেকে বড় কোম্পানিগুলির মধ্যে একটি হয়ে উঠেছে। আজকালকার দিনে ভালো ইলেকট্রিক স্কুটার মানেই টিভিএস-এর ইলেকট্রিক স্কুটার। সম্প্রতি এই কোম্পানিটি তাদের নতুন ইলেকট্রিক স্কুটার সিরিজ…

Avatar

দুই চাকার যানবাহনের জগতে টিভিএস ভারতের সবথেকে বড় কোম্পানিগুলির মধ্যে একটি হয়ে উঠেছে। আজকালকার দিনে ভালো ইলেকট্রিক স্কুটার মানেই টিভিএস-এর ইলেকট্রিক স্কুটার। সম্প্রতি এই কোম্পানিটি তাদের নতুন ইলেকট্রিক স্কুটার সিরিজ X লঞ্চ করে দিয়েছে। বড় বাজেট নিয়ে এই নতুন ইলেকট্রিক স্কুটার নিয়ে আসা হয়েছে ভারতের বাজারে।

এই ইলেকট্রিক স্কুটার এর ইঞ্জিনে কোম্পানিটি তাদের অতি পরিচিত ইলেকট্রিক স্কুটার Creon এর ইঞ্জিন সরবরাহ করেছে। এই ইলেকট্রিক স্কুটারে আপনারা পাচ্ছেন ১০.২ ইঞ্চির একটি টিএফটি ডিসপ্লে। সাধারণত গাড়িতে এই ধরনের ডিসপ্লে ব্যবহার করা হয়। সব গাড়িতে এত বড় ডিসপ্লে থাকে না। মোটামুটি হুন্ডাই ক্রেটার মত গাড়িতে এরকম ডিসপ্লে আপনারা পেতে পারেন।

একবার চার্জ দিলে এই ইলেকট্রিক স্কুটার ১৪০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এই ইলেকট্রিক স্কুটারে আপনারা ১০৫ কিলোমিটারের সর্বাধিক গতি দেখতে পাবেন। এই ইলেকট্রিক স্কুটার ৪.৪৪ কিলোওয়াট ঘন্টার ব্যাটারি প্যাক সহযোগে আসে। এই ইলেকট্রিক স্কুটারকে শূন্য থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করতে মাত্র তিন ঘন্টা ৪০ মিনিট সময় লাগে। এই ইলেকট্রিক স্কুটার আপনারা পেয়ে যাবেন মাত্র ২.৪৯ লক্ষ টাকা মূল্য দিয়ে। অর্থাৎ ভারতীয় ব্র্যান্ডের মধ্যে সবথেকে সস্তা ইলেকট্রিক স্কুটার না হলেও, এরকম ফিচার দেওয়া হচ্ছে সেই নিরিখে এই ইলেকট্রিক স্কুটার যথেষ্ট জাস্টিফাইড।

About Author